শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘূর্ণিঝড় মোখায় গ্যাস সঙ্কট : পতেঙ্গায় দেবুর রান্না করা খাবার বিতরণ

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর। 

চট্টগ্রাম নগরীর সমুদ্র উপকুলীয় এলাকা পতেঙ্গার চরপাড়ার এক হাজার ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় জনসাধারণের মাঝে ডিম খিচুরি বিতরণ করেছে যুবলীগ নেতাদেবাশীষ পাল দেবু। রবিবার ( ১৪ মে) দুপুরে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে কর্মীদের সাথে নিয়ে এই খিচুরি বিতরণ করা হয়।

এসময় দেবাশীষ পাল দেবু বলেন, কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় চট্টগ্রাম মহানগরে দুর্ভোগ বেড়েছে। গত শুক্রবার রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এই সরবরাহ স্বাভাবিক হতে পাঁচ থেকে ছয় দিন সময় লাগবে বলে জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তাই ঘূর্ণিঝড়ের সঙ্কট তো আছেই তার ওপর খাবার রান্নায় গ্যাস সঙ্কট থাকায় আমরা ডিম খিচুরি বিতরণ করেছি।

এসময় উপস্থিত ছিলেন, সুফিউর রহমান টিপু, মো. লোকমান, মো. ইমতিয়াজ বাবলা, ইমতিয়াজ সুমন, ফরহাদ আব্দুল্লাহ, ইসমাঈল হুরন,মো. দিদারুল আলম,মারুফুল ইসলাম মারুফ, মো. সাজিবুল ইসলাম সজিব, রমজান আলী,আবু নাছের জুয়েল, আলী নুর রুবেল, হেলাল উদ্দিন, শাওন রহমান, এনাম উদ্দিন, আব্দুল মোতালেব রানা, মঈনুদ্দিন রুবেল, কাউসার, মো. রাজু, আকবর জুয়েল, সৈয়দ সুলতান, ফাহিম,ইফতেখার ইফতি, সৌরেন বড়ুয়া রিও, মো. রাহাত, মো. রিগান, সজীব কান্তি দাশ, মো. হাসিবুল,আব্দুল্লাহ্ আল হাসান ইফতি,আল আমিন, জুনায়েদ, রওহান, ফয়সাল, ফরহাদ, জালাল, অভি, শিহাব উদ্দিন, বাবুল হোসেন, আল আমিন, মো. নয়ন, সাইফুল, জনি প্রমুখ।

আরও পড়ুন  বাকাসস চট্টগ্রাম জেলার সভাপতি আরিফ,সম্পাদক জামাল
শেয়ার করুন