শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে দানবীয় টাইফুন

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

নিজস্ব প্রতিবেদক।।  

যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে আঘাত হানতে যাচ্ছে দানবীয় শক্তির টাইফুন মাওয়ার। প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় দ্বীপটি জুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

গুয়ামের ন্যাশনাল ওয়েদার সার্ভিস অফিস সূত্রে সিএনএনের জানিয়েছেন, টাইফুনটি ক্যাটাগরি-৪ হারিকেনের সমতুল্য মারাত্মক শক্তিশালী। গত কয়েকদিনে এটি প্রবল শক্তি সঞ্চার করেছে। মাওয়ারের কেন্দ্রে রয়েছে প্রচণ্ড ঝড়ো ও দমকা হাওয়া। এর প্রভাবে প্রবল বৃষ্টিপাতসহ ধ্বংসযজ্ঞের ‘ত্রিমূখী হুমকি’ সৃষ্টি হয়েছে।

গুয়ামের আবহাওয়া পরিষেবার সতর্কতা সমন্বয় ল্যান্ডন আইডলেট বলেছেন, দশকের দশক ধরে স্মরণ করা হবে, মাওয়ারকে এমন একটি টাইফুন হিসাবে দেখা হচ্ছে। স্থানীয় সময় বুধবার বিকেলে গুয়াম দ্বীপে আছড়ে পড়তে পারে।

জয়েন্ট টাইফুন সতর্কীকরণ কেন্দ্র অনুসারে, বুধবারের প্রথম দিকে মাওয়ারের সর্বাধিক স্থায়ী বাতাস ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটার। যা চতুর্থ ক্যাটাগরির টাইফুন। ঝড়টি খুব তীব্র থাকবে বলে আশা করা হচ্ছে।

চতুর্থ ক্যাটগরির টাইফুনের কেন্দ্রে সাধারণত বাতাসের ঘূর্ণন গতি ওঠে ঘণ্টায় ২০৯ থেকে ২৫১ কিলোমিটার পর্যন্ত। পূর্বাভাসকারীরা সতর্ক করেছিলেন যে মাওয়ার একটি ক্যাটাগরি ৫ হারিকেনের সমতুল্য ঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ উঠতে পারে ঘন্টায় ২৫২ কিলোমিটারের বেশি।

ঝড়ো হাওয়ায় সাগর উত্তাল হয়ে জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে। এরফলে উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত ভেসে যাওয়ার আশঙ্কায় গুয়ামের অধিবাসীদের উঁচু ও শক্তিশালী কাঠামোতে আশ্রয় নিতে বলা হয়েছে।

শেয়ার করুন