সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমিন আর নেই

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর।। 

বর্ষিয়ান রাজনীতিবিদ, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা মন্ত্রী ডা. মো. আফসারুল আমিন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২ জুন) বিকেল ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বিষয়টি নিশ্চিত করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন এবং আমৃত্যু চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বপালন করেছেন।

জানা গেছে, ২০২০ সালের জানুয়ারিতে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে ডা. আফসারুল আমিনের। এরপর থেকে তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান citynewstv24.com চেয়ারম্যান ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এর ভাইস  প্রেসিডেন্ট  সৈয়দ মোঃ মোরশেদ হোসেন, ভাইস চেয়ারম্যান হাজী লায়ন শাহাজান শরীফ,সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন,নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ মহিউদ্দিন বাচ্চু, নগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম জজ কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক  এ এইচ এম জিয়া উদ্দিন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এর প্রেসিডেন্ট প্রফেসর ডাক্তার এম এ তাহের খান,ভাইস প্রেসিডেন্ট,আব্দুল মান্নান রানা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী ও ডাক্তার পারভেজ  ইকবাল শরীফ, জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মোঃ রেজাউল করিম আজাদ,ট্রেজারার অধ্যাপক ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট  ট্রেজারার এসএম কুতুবউদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি মোঃ সাগীর,

বিশিষ্ট শিল্পোদ্যোক্তা তাহামিনা এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলম চৌধুরী তাজু,৩৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল আজিম, সহ সভাপতি নুর মুহাম্মদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সরোয়ার জাহান চৌধুরী,কামরুল হুদা চৌধুরী,মোজাম্মেল হক চৌধুর, ও যুবলীগ নেতা রোটারিয়ান এম এ হালিম, প্রাবন্ধিক নুরুল মুহাম্মদ কাদের প্রমুখ।

শেয়ার করুন