বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীর আলোচিত চেয়ারম্যান লিয়াকতের জামিন 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি।।

বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের আলোচিত বিএনপি নেতা ও গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ২৪ মামলায় মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার ১৩ জুন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাসির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৯ ফেব্রুয়ারি সুগন্ধা আবাসিক এলাকা ভাড়া বাসা থেকে নগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেন ।
উল্লেখ্য  গত  ২০১৬ সালের ৪ এপ্রিল গন্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বসতভিটা রক্ষা কমিটির ব্যানারে আন্দোলন করে বিরোধিতা করেন তিনি । পুলিশ জনতার ত্রিমুখী সংঘর্ষে ওই সময় চারজন নিহত হন। সেই আন্দোলনকারী কমিটির আহ্বায়ক ছিলেন চেয়ারম্যান লিয়াকত আলী।
১৩২০ মেগাওয়াটের কয়লা বিদ্যুৎ এর বিরোধিতা করে আলোচনায় আসেন লিয়াকত।পরে কয়লা বিদ্যুৎ প্রকল্পের মালিকপক্ষের সাথে সমঝোতা করে আন্দোলন থেকে সরে আসেন।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, রাষ্ট্রদ্রোহ,অস্ত্র আইন, নাশকতা,চেক জালিয়াতিসহ নানান অভিযোগের ২৪টি মামলা রয়েছে। সবগুলোর মামলার জামিন পেয়েছেন তিনি।
আরও পড়ুন  রাঙ্গুনিয়া পদুয়া সারাশিয়ায় গভীর রাতে দুবৃর্ত্তদের হামলায় মহিলা আহত
শেয়ার করুন