শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মুহাম্মদ মহিউদ্দিন।।
শুক্রবার ২৮ শে জুলাই সকালে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপু মনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল হাসান উপস্থিত ছিলেন।
সকাল ১০:৩০ টায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। অতীতে কোন ছুটির দিনে পাবলিক পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। এবারের প্রথম ছুটির দিনে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে।বেলা ১১ টায় রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরবেন।
আন্ত শিক্ষা বোর্ডের সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান অনলাইনে ফলাফল প্রকাশিত হবে ঘরে বসেই পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ—SSC DHA 123456 2023 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল। এ ছাড়া, http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রকাশ করার জন্য https://dhakaeducationboard.gov.bd/ ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে।।
গত ৩০ এপ্রিল থেকে এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১ টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ৭৮ হাজার,২১৬ জন পরীক্ষার্থী ছিল,এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাক ২৪ হাজার, ৯৮০ জন, ছাত্রী সংখ্যার ১০ লাখ ৫৩ হাজার ২৪০ জন।
শিক্ষার্থীদের মধ্যে ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন সাধারণ শিক্ষা বোর্ড, ২ লাখ ৯৫ হাজার ১২১ জন মাদ্রাসা শিক্ষা বোর্ড ও ১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন কারিগরি শিক্ষা বোর্ডের।

 

 

 

শেয়ার করুন