মুহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর।।
চট্টগ্রামে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪৮ মিনিট ৫২ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।
এ সময় ঢাকাসহ দেশের অন্যান্য স্থানেও ভূমিকম্প হওয়ার খবর পাওয়া গেছে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বলেন, ‘ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ২৪১ কিলোমিটার।ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।তবে আতঙ্কে অনেকেই বাসার বাইরে ছুটে আসেন।
সংবাদটির পাঠক সংখ্যা : ২