রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মা ও শিশু হাসপাতাল স্বাস্থ্য সেবায় দেশের মানুষের আস্থা অর্জন করেছে- তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ

 

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর।।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন।করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের অবস্থান উপমহাদেশে এক নম্বর এবং পুরো পৃথিবীতে পঞ্চম স্থানে অধিকার করেছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ অন্যান্য বেসরকারি হাসপাতাল থেকে ব্যতিক্রম,কিছু কিছু বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক অতিরিক্ত মুনাফা প্রবৃদ্ধির অর্জনের জন্য রোগীদেরকে আই সি ইউ তে রেখেই ব্যবসা করছেন তা মোটেই কাম্য নয়।
পরিচালনায় দক্ষতা প্রদর্শনের পাশাপাশি দেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ । এরই ধারাবাহিকতায় গরিব- রোগীদেরকে বিনামূল্য বা স্বল্প করেছে চিকিৎসা সেবা দিয়ে উদাহরণ সৃষ্টি করবে এই হাসপাতাল।
মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন খুব কম ডাক্তার এ রয়েছে যারা গরীব রোগীদের কে ফ্রি চিকিৎসা করেন।তাই অসহায় মানুষের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান। হাসপাতাল উন্নয়ন কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করার পাশাপাশি তিনি বলেন বিএনপি ডেঙ্গুর চেয়েও মারাত্মক। ডেঙ্গু মশা যেমন মানুষকে কামড়ায় তেমনি বিএনপি মানুষ পোড়ায়।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় ডেঙ্গু নিয়েও বিএনপি অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, জি-টোয়েন্টি সম্মেলনে এই উপমহাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কেউ আমন্ত্রণ পাননি, আর এ থেকেই স্পষ্ট ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন পর্যায়ে।
তিনি আরো বলেন- রুশ পররাষ্ট্রমন্ত্রীর আগমন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা সংলাপেই প্রমাণ হয় বাংলাদেশের সাথে বহির্বিশ্বের সম্পর্ক কেমন।
হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার ইসমাইল খান। এ সময় তিনি বলেন বাংলাদেশের অন্যান্য মেডিকেল কলেজের মধ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অবস্থান দ্বিতীয়। সেবার কার্যক্রমে তারা অনেক দাফে এগিয়ে রয়েছে ।

আরও পড়ুন  CMOSH ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউটের জন্য চমাশিহামেক শিক্ষার্থীদের অনুদান

সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন হাসপাতালের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্রপট তুলে ধরে বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল জনগণের অর্থে পরিচালিত হয়। ৮৫০ বেডের জেনারেল হাসপাতালটি বহুবিধ সেবা নিয়ে কাজ করে যাচ্ছে। এই হাসপাতালে রয়েছে মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট সহ ক্যান্সার হাসপাতাল ও উদ্বোধনের অপেক্ষায়।বর্তমানে ডেঙ্গুর প্রাদুর ভাবে খুব কম খরচে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন, এই রোগের পরিমাণ আরো বৃদ্ধি পেলে ২০০ বেডের ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা দিতে প্রস্তুত ।
বর্তমানে সরকার এই হাসপাতালকে যতটুকু সহযোগিতা করছেন তা অপ্রতুল জানিয়ে তিনি বলেন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে হাসপাতালের অবস্থান বিবেচনা পূর্বক সহযোগিতার পরিমাণটা বৃদ্ধি করলে বহুগুণে সেবা নিশ্চিত করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডাক্তার অসীম কুমার বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আফসার চৌধুরী, জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি আজিজ নাজিমুদ্দিন,ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুবুদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি এডভোকেট আহসান উল্লাহ,হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার নুরুল হক, উপ পরিচালক প্রশাসন মোহাম্মদ মোশারফ হোসেন, উপ পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন