মুহাম্মদ মহিউদ্দিন, বিশেষ প্রতিনিধি।।
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার প্রথিতযশা শিক্ষক, সমাজে প্রতিষ্ঠিত অনেক সরকারী বেসরকারী কর্মকর্তা, রাজনীতিবীদ, ব্যবসায়ী ও সমাজসেবকের শিক্ষাগুরু বর্ষিয়ান শিক্ষাবিদ আলহাজ্ব মাস্টার মোহাম্মদ ইউনুস ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)।
১৪ অক্টোবর’২৩ ইং শনিবার রাত ১১.৩০ টার সময় রত্নপুরস্থ তাঁর গ্রামের বাড়িতে তিনি ইন্তেকাল করেন ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর এবং তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, আত্মীয় স্বজন সহ বহু গুনগ্রাহী রেখে যান।
ব্যক্তিগত জীবনে তিনি সৎ, সদালাপী, মিষ্টিবাসি, বিনয়ী, ধার্মিক ছিলেন এবং সাধারন জিবন যাপন করতেন। তাঁর মৃত্যুতে এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
১৫ অক্টোবর রবিবার মরহুমের গ্রামের বাড়ি রত্নপুরে বাদে আসর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের মেঝ কন্যা রিফাত সুলতানার জামাতা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত লেখক ও কলামিস্ট নুরুল মোহাম্মদ কাদের।
মরহুম মাস্টার ইউনুস উপজেলার বাহারচড়া ইউনিয়নের রত্নপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৫০ সালে জন্মগ্রহন করেন।
১৯৭২ সালে চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পুলস্থ আবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন।
পেশাগত জিবনে চট্টগ্রাম নগরী সহ মফস্বলের বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে সুনাম সুখ্যাতির সাথে দায়িত্ব পালন করে সর্বশেষ নিজ উপজেলার পশ্চিম বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ হতে ২০০৯ সালে অবসর নেন।
শিক্ষকতা জিবনে তিনি বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি দুই ছেলে ও তিন মেয়ের গর্বিত পিতা।চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত বিশিষ্ট লেখক ও কলামিস্ট নূরুল মুহাম্মদ কাদেরের শ্বশুর তিনি।
তার বড় সন্তান জোবায়ের রহমান তৌহিদ চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার-এর কার্যালয়ে এবং ছোট সন্তান আনিসুর রহমান জাবেদ ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে কর্মরত।
১ম কন্যা মর্জিনা সুলতানার জামাতা মোহাম্মদ জাহাঙ্গির আলম চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ছোট কন্য ফারজানা সুলতানার জামাতা গিয়াস উদ্দিন বাংলাদেশ পুলিশে কর্মরত আছেন।
মরহুম আলহাজ্ব মাস্টার মোহাম্মদ ইউনুসের মৃত্যুতে তাৎক্ষনিকভাবে শোক প্রকাশ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন, মরহুমের ছাত্র বাহারচড়া ইউনিয়নের কৃতি সন্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব নুরুজ্জামান, কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন, কক্সবাজার জেলা রামু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আখতার জাবেদ, চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দিদারে আলম, চট্টগ্রাম জেলা নাজির ও দি অফিসার্স কো অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, মরহুমের বাল্যকালের বন্ধু সাবেক মন্ত্রী বাঁশখালী থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য মরহুম আলহাজ্ব জাফরুল ইসলামের বড় পূত্র চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ আলমগীর চৌধুরী বাপ্পা ও ছোট সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী উপজেলার বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবু ইউসুফ চৌধুরী, গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক, বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী ও বড়ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুমের সহকর্মী মাস্টার মোসাদ্দেক হোসেন, সিনিয়র, বাহাচরা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক ও সংগঠক মজিবুর রহমান চৌধুরী, বাঁশখালী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক, সাংবাদিক এনামুল হক রাশেদী, ক্রিড়া সম্পাদক মানবজমিন বাঁশখালী প্রতিনিধি ও সিটি নিউজ২৪- এর সম্পাদক সাংবাদিক মুহাম্মদ মহিউদ্দিন, ৩ নং খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, চট্টগ্রাম নগরীর জাম্বুরী মাঠ সরকারি বহুতলা কলোনিস্থ সম্প্রীতি পরিষদ এর সভাপতি জাকির হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমূখ।