মুহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর।।
ইউএসটিসি’র প্যাথলজি বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর ডাঃ সৈয়দ আবু তাহের ১৮ অক্টোবর চমাশিহা ক্যান্সার ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের জন্য ১ কোটি ২০ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
হাসপাতালের পক্ষে উক্ত অনুদানের চেক গ্রহণ করেন ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান একুশে পদক প্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক জনাব এম এ মালেক সহ হাসপাতালের পরিচালনা পর্ষদ । উক্ত অনুদানের চেক হস্তান্তর উপলক্ষে প্রফেসর ডাঃ সৈয়দ আবু তাহের এর নাছিরাবাদস্থ বাসভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডাঃ কামরুন নাহার দস্তগীর। দাতার পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন লায়ন সৈয়দ রফিকুল আনোয়ার ও ইউসিবিএল এর সাবেক এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর গাজী সালাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ডোনার সদস্য মোঃ শহীদ উল্লাহ, কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ ফজল করিম বাবুল, মোঃ হারুন ইউসুফ, এ এস এম আবু জাফর, আজীবন সদস্য সৈয়দুল আনোয়ার ফরহাদ, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ শেফাতুজ্জাহান, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ ইন্দিরা চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা আকতার হোসেন। এছাড়া দাতার পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাইদা বানু, সানজিদা বানু, শাহিদা বানু, ফরিদা বানু, মুর্শিদা বানু, ওয়াহিদা বানু, জোবায়দা বানু, ফাহমিদা বানু, ইমদাদ হায়দার, ইরফান হায়দার, মোবিন হায়দার, আতিক হায়দার প্রমুখ।
দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক ক্যান্সার হাসপাতালের জন্য ১ কোটি ২০ লক্ষ টাকা অনুদান প্রদান করায় তিনি প্রফেসর ডাঃ সৈয়দ আবু তাহেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই ক্যান্সার হাসপাতাল চট্টগ্রামের আপামর জনসাধারণের হাসপাতাল। চট্টগ্রামের সর্বস্তরের মানুষের সহযোগীতা ও অর্থায়নে এই হাসপাতাল নির্মিত হয়েছে। আগামী মাসের শুরুর দিকে ক্যান্সার হাসপাতালের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে এবং এখানে ক্যান্সার রোগীদের রেডিওথেরাপি সহ পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালু করা হবে।
লায়ন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বলেন, ক্যান্সার আক্রান্ত রোগী ও রোগীর স্বজনরা বুঝেন মরণঘাতি ক্যান্সার রোগের যন্ত্রণা। চট্টগ্রামের সাধারণ মানুষের কথা চিন্তা করেই মূলত ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট নির্মাণ করা হচ্ছে। অর্থ সংকটের এই মুহূর্তে প্রফেসর ডাক্তার সৈয়দ আবু তাহেরের অনুদান ক্যান্সার হাসপাতালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা হাসপাতাল নির্মাণের আরো তরান্বিত করবে। তিনি দাতা ও তার পরিবারের সকল সদস্যগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অন্যদিকে রেজাউল করিম আজাদ বলেন,সম্পূর্ণ জনগণের অর্থেই নির্মিত হতে যাচ্ছে ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট, নির্মাণ ব্যয় হবে আনুমানিক ১৩০ কোটি টাকা,এ পর্যন্ত অর্থ সংগ্রহ হয়েছে মাত্র ত্রিশ কোটি টাকা, ইতোমধ্যে ক্যান্সার মেশিনসহ সকল মেডিকেল যন্ত্রপাতি হাসপাতালে এসে পৌঁছেছে এবং এগুলো ইনষ্টলেশনও প্রায় শেষ পর্যায়ে। সবার সহযোগিতা পেলেই আন্তর্জাতিক মানের একটি ক্যান্সার ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টার চট্টগ্রামবাসীকে উপহার দিতে পারবেন।
দাতা প্রফেসর ডাঃ সৈয়দ আবু তাহের বলেন, মাত্র কয়েকদিন পূর্বে তার প্রিয়তমা স্ত্রী খালেদা তাহের মৃত্যু বরণ করেন। তার স্ত্রীর আত্মার মাগফেরাত কামনায় এবং তার স্মৃতি রক্ষার্থে তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের খালেদা তাহের মেমোরিয়াল শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের জন্য এই অনুদান প্রদান করেছেন। তিনি তাকে এই সুযোগ করে দেয়ার জন্য ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটি ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি তার প্রয়াত স্ত্রী মরহুমা খালেদা তাহেরের আত্মার মাগফেরাত কামনা করার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান।
সংবাদটির পাঠক সংখ্যা : ৮