শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

আগামীকালের সমাবেশ বিষয়ে  জরুরি সংবাদ সম্মেলন : মির্জা ফখরুল 

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

নিজস্ব প্রতিবেদক।। 
আগামীকালের বিএনপি’র সমাবেশ কে ঘিরে  রাজনীতির মাঠ দখলের নানান প্রচেষ্টা চলমান রয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীকাল ২৮ অক্টোবরের মহাসমাবেশ শান্তিপূর্ণ করতে চায়।

শুক্রবার (২৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে ভোটাধিকারসহ গণতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলনে শামিল হওয়ার জন্য সারাদেশের মানুষের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টির নামে সরকার তামাশা করছে অভিযোগ করে তিনি বলেন, একদিকে সরকারপ্রধান ব্রাসেলসে বলছেন, নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করছি; অন্যদিকে প্রতি রাতে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, সাজা দিচ্ছে। সুতরাং এটা তামাশা ছাড়া কিছু নয়।

এ ছাড়াও তিনি অভিযোগ করেন, শনিবারের সমাবেশকে ঘিরে অসংখ্য নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

এর আগে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির জানান, শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেয়ার করুন