শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

জামাত- বিএনপি’র নৈরাজ্য অগ্নিসংযোগের প্রতিবাদে বন্দর নগরীতে শান্তি সমাবেশ

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

 

মুহাম্মদ মহিউদ্দিন (চট্টগ্রাম) মহানগর।।

উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির দল গুলো মাঠ দখলের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই অবস্থায় আবার দেশে ফিরে আসলো হরতাল-অবরোধের মত কর্মসূচি। গত ২৮ অক্টোবর সমাবেশ করতে না পেরে পরদিন ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ডাক দেয় বিএনপি।

জামাত- বিএনপি’র নৈরাজ্য অগ্নিসংযোগ এর প্রতিবাদে ৩৮ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও বন্দর থানা ছাত্রলীগের উদ্যোগে ২৯ অক্টোবর নগরীর সল্ট ক্রসিং এলাকায় শান্তি সমাবেশ ও মিছিল করে নেতৃবৃন্দরা।
চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য ৩৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম হাসান মুরাদ প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক হাজি মো: হাসান।
বন্দর থানার ছাত্রলীগের সভাপতি মোঃ কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ জহির, আওয়ামী লীগ নেতা ইকবাল আল নুরী, যুবলীগ নেতা এম এ হান্নান রুবেল ও মোহাম্মদ এরশাদ আলম, ইয়াসিন নিজামি বাপ্পা, শ্রমিক লীগ নেতা আলমগীর আলী চৌধুরী ও শহীদুজ্জামান অনিক ও বন্দর থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রাশেদ।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ, প্রচার সম্পাদক অপু দত্ত, উপ-প্রচার সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, যুবলীগ নেতা, মোঃ সারোয়ার হোসেন,আব্দুল মান্নান, মোহাম্মদ জাহেদ,স্বেচ্ছাসেবক লীগ নেতা ইরফাত হোসেন, সাদ্দম,রাফি জিসান ও শাকিন,ছাত্রলীগ নেতা ফাহিম রাকিব পারভেজ সামির ও অনিক

শ্রমিকলীগ নেতা মোঃ হানিফ বাদশা রুবেল আরাফাত প্রমুখ।
আব্দুল আজিম বলেন, জামাত-বিএনপি ডাকা হরতাল বাংলাদেশের জনগণ বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রত্যাখ্যান করেছে , এতেই বুঝা যায় বাংলাদেশের জনগণের আস্তা জননেত্রী শেখ হাসিনার উপর রয়েছে ।
অনুষ্ঠানে বক্তারা বলেন সরকারের উন্নয়ন কে বাধাগ্রস্ত আর পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে মরিয়া বিএনপি।জনগণের জানমাল নিরাপত্তায় আওয়ামী লীগ তার ভাতৃ প্রতিম সংগঠন মাঠে ময়দানে পাহারা দিবেন।

শেয়ার করুন