শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

প্রাবন্ধিক নুরুল মুহাম্মদ কাদেরের আজ ৪৪ তম জন্মদিন

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

বিবি জয়নাব তানজু,বিশেষ প্রতিবেদক। 
জীবনমুখী লেখক ও কলামিস্ট প্রাবন্ধিক নুরুল মুহাম্মদ কাদেরের আজ ৪৪ তম জন্মদিন।

তিনি ১৯৭৯ সালে বাঁশখালী উপজেলার পশ্চিম বড়ঘোনা গ্রামে পাঁচ নম্বর ওয়ার্ডে জন্ম গ্রহণ করেন। তার মরহুম পিতা অলি আহমদ মেম্বার একজন সফল জনপ্রতিনিধি ছিলেন। নুরুল মুহাম্মদ কাদের পেশায় চাকুরিজীবী হলেও জীবনমুখী লেখালেখির জন্য জীবনমুখী কথাকার লেখক পরিচিতি লাভ করেন। তিনি জাতীয়, আঞ্চলিক পত্রিকা ও সোশ্যাল মিডিয়ার নিয়মিত লেখক। সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা এবং সেবামুলক কার্যক্রমের স্বীকৃতিস্বরুপ বাঁশখালীর আলোকিত মানুষ হিসেবে ভূষিত হন। ইতিপূর্বে তিনি বিপুল ভোটে কেসিদে ইনস্টিটিউটের (অফিসসার্স ক্লাব), যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।  তাছাড়া  তিনি  দি চিটাগাং কো অপারেটিভ অফিসার্স সোসাইটি লি. ব্লাডফ্রেন্ড সোসাইটি, বাঁশখালী সমিতি, গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রাম সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ,  বাঁশখালী ফাউন্ডেশন, সম্প্রীতি পরিষদ, এসএসসি ব্যাচ’৯৫ বাঁশখালীসহ বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করেছেন। স্বীকৃতিসরূপ  সাপ্তাহিক বিচিত্রা সেরা গাল্পিক পুরস্কার ও বিভিন্ন সম্মনানা স্মারকে ভূষিত হন।  অনন্য জীবনকথক নুরুল মুহাম্মদ কাদেরের প্রথম প্রকাশিত গ্রন্থ ‘বিয়ে ও সংসার’ (২০১২) দ্বিতীয় গ্রন্থ ‘খতিয়ান কথন’ (২০১৭), তৃতীয় গ্রন্থ ‘বিজ্ঞানের হঠাৎ আবিস্কার’ ২০১৯। সবকয়টি বই পাঠকপ্রিয়তা অর্জন করে। কেসিদে ইনস্টিটিউট (অফিসসার্স ক্লাব) এর নিয়মিত প্রকাশনা প্রয়াস এবং গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রাম এর শ্রুতি ও স্মৃতি’২০২২ স্মারক গ্রন্থের সম্পাদক।

অসংখ্য সেবামূলক প্রতিষ্ঠানের সাথে তার নেতৃত্ব দেওয়ার সহজাত গুণাবলী মূলত তার মরহুম পিতা বুদ্ধিদীপ্ত চৌকসতার পরিচায়ক।

তিনি citynewstv24.com প্রতিবেদককে জানিয়েছেন বয়সের ঘরে আরো একটি সংখ্যা যোগ হলো। স্বপ্ন দেখি, দীর্ঘ সময় বেঁচে থাকার। জন্মদিনে সুহৃদদের শুভেচ্ছা মেইল, এসএমএস, লাইক এবং মুঠোফোনের শুভেচ্ছায় আত্মতৃপ্তির সত্যিকার সাধ পাচ্ছি। সুহদদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। জন্মদিনে সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
শেয়ার করুন