মুহাম্মদ মহিউদ্দিন (চট্টগ্রাম) মহানগর।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য ও ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি হাজী জিয়াউল হক সুমন।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতাকর্মীরা।
বিষয়টি নিশ্চিত করে মনোনয়ন প্রত্যাশী জিয়াউল হক সুমন বলেন, দীর্ঘকাল ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছি।সেবাকে পরম ধর্ম হিসেবে বিবেচনা নিয়ে জনমুখী কার্যক্রম করতে গিয়ে সীমাবদ্ধতার কারণে সমাজে বহু সুবিধা বঞ্চিত মানুষকে সেবার আওতায় আনা যায়নি।সেবার পরিধি বহুগুণে বৃদ্ধি করার লক্ষ্যে মূলত নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। দল আমার ওপর আস্থা রাখলে বন্দর আসনকে স্মার্ট আসনে পরিণত করবো।
‘আসনের নামে থাকবে এপস। যেখানে নগরবাসী জানাতে পারবে তাদের অভিযোগ ও পরামর্শ। যা ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে এক সপ্তাহের মাধ্যমে সমাধান করা হবে। থাকবে আসন এলাকায় চলমান সকল প্রকল্পের আপডেট।’
দীর্ঘদিন এলাকাবাসীর দাবি রয়েছে একটি হাসপাতালের মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগীতায় এই আসনে ১০০ শয্যার একটি জেনারেল হাসপাতাল নির্মাণ করা হবে আমার প্রথম কাজ।
শ্রমিকদের জন্য করা হবে আবাসন ব্যবস্থা, নিশ্চিত করবো সুপেয় পানি সরবরাহ ও বিনামূল্যে লাশ পরিবহন। এছাড়াও সাধারণ মানুষের কল্যানে প্রধানমন্ত্রীর নেয়া সকল সুবিধা সমূহ পৌঁছে দেবো দোরগোড়ায়।’
আর এইদিকে হাজী জিয়াউল হক সুমন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় ফরম সংগ্রহ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শুভাকাঙ্ক্ষীদের মাঝে উচ্ছ্বাসের আমেজ বিরাজ করছে। অভিনন্দন আর শুভেচ্ছায় সিক্ত হওয়ার পাশাপাশি বন্দর পতেঙ্গায় আওয়ামীলীগ ঘরোয়ানা লোকদের মধ্যেও ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা সাবেক মেধাবী ছাত্রনেতা বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হাজি জিয়াউল হক সুমনকে দলের পক্ষ থেকে যথাযথ মূল্যায়ন করা হলে বাণিজ্যিক রাজধানী সমৃদ্ধির স্বর্ণদার চট্টগ্রামের বন্দর পতেঙ্গা এলাকা উন্নয়ন অগ্রযাত্রায় অতীতের থেকে ভবিষ্যতে আরো বহুবনে বৃদ্ধি পাবে।
ইতিমধ্যে করোনাকালীন দুঃসময়ে বন্দর পতেঙ্গা শ্রমিক অধ্যুষিত এলাকায় লক্ষ লক্ষ মানুষকে সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন হাজী জিয়াউল হক সুমন।