শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চমাশিহা নার্সিং ইনষ্টিটিউট ও শামসুন নাহার খান নার্সিং কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে  ছাত্র-ছাত্রীদের শিরাবরণ ও শপথ গ্রহণ

মুহাম্মদ মহিউদ্দিন (চট্টগ্রাম) মহানগর।। 
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট ও শামসুন নাহার খান নার্সিং কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অদ্য ২৬ নভেম্বর ২০২৩ ইং তারিখ নার্সিং অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী ও নার্সিং সাব-কমিটির চেয়ারম্যান ডাঃ কামরুন নাহার দস্তগীর এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল এর প্রাক্তন জেলা গভর্ণর লায়ন কামরুন মালেক এমজেএফ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) আলহাজ্ব লায়ন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী মোঃ আহসান উল্লাহ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের অধ্যক্ষ এ এস এম মোস্তাক আহমেদ ও হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, শামসুন নাহার খান নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস স্মৃতি রানী ঘোষ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট এর প্রিন্সিপাল মিসেস ঝিনু রানী দাশ।
এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ হারুন ইউসুফ,উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন।
প্রধান অতিথি মিসেস কামরুন মালেক বলেন, নার্সিং একটি মহৎ পেশা। বিশ্বব্যাপী এই পেশার একটি আলাদা গুরুত্ব রয়েছে। বাংলাদেশ সরকারও নার্সিং পেশাকে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং নার্সদের ২য় শ্রেণির কর্মকর্তা মর্যাদা দিয়েছে। তিনি বলেন, নার্সরা হলেন রোগীদের জন্য খুবই আপনজন। ডাক্তারদের চেয়েও রোগীরা নার্সদেরকে সার্বক্ষনিকভাবে কাছে পেয়ে থাকে। অসহায় রোগীদের কাছে তাই নার্সদের সেবা খুবই গুরুত্বপূর্ণ। তিনি নার্সদেরকে অসহায় রোগীদের প্রতি সদয় ব্যবহার ও হাঁসি মুখে কথা বলার জন্য অনুরোধ করেন। নার্সদের একটু সুন্দর ব্যবহার একজন অসহায় রোগীকে স্বস্তি দিতে পারে। তিনি সমাজের হত দরিদ্র অসহায় রোগীদের আলাদাভাবে গুরুত্ব দেয়ার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, মানব সেবা হলো সর্বোত্তম এবাদত। এজন্য আপনারা দুনিয়াতেও সম্মানিত হবেন পরোকালেও এর উত্তম প্রতিদান পাবেন। তিনি আরো বলেন, আজাদী পরিবার আপনাদের সাথে অতীতেও ছিল, ভবিষ্যতেও আপনাদের যেকোনো ভালো কাজের সাথে থাকবে।প্রধান অতিথি এরপর ডিপ্লোমা ও বিএসসি নার্সিং ছাত্র-ছাত্রীদের নিজ হাতে ক্যাপ পড়িয়ে দেন।
সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন নার্সদের উদ্দেশ্যে বলেন একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করতে ডাক্তারদের পাশাপাশি নার্সদের ভূমিকা অপরিসীম। ভবিষ্যতে এই পেশায় আরো কঠিনতম প্রতিযোগিতার মাধ্যমে নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে। তাই আর্তমানবতার সেবায় কাজ করে নিজেকে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলে দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।  আপনারা আজ যে শপথ বাক্য পাঠ করলেন এই শপথের কথা সারা জীবন মনে রাখবেন। তাহলেই আপনারা এই পেশার মান সমুন্নত রাখতে পারবেন।
নার্সিং প্রিন্সিপাল মিসেস ঝিনু রানী দাশ বিএসসি ও ডিপ্লোমা নার্সিং ছাত্র-ছাত্রীদের ফ্লোরেন্স নাইটিঙ্গেলের শপথ বাক্য পাঠ করান।
শেয়ার করুন