শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বাঁশখালীতে নৌকার বিপরীতে লড়বেন ৫ হেভিওয়েট প্রার্থী

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মুহাম্মদ মহিউদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।। 
দ্বাদশ সংসদ নির্বাচনে এবারে বাঁশখালীতে নৌকার বিপরীতে লড়বেন ৫ হেভিওয়েট প্রার্থী।  আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার পর অন্যান্য দলের প্রার্থী থেকেও আওয়ামীলীগ ঘরোয়ানা লোকদের মধ্যে নিজেদের যোগ্যতা যাচাইয়ের জন্য প্রার্থী হচ্ছেন অনেকেই। বাঁশখালী ১৬ আসনের তৃতীয়বারের ন্যায় নৌকার মনোনয়ন দিয়েছেন মোস্তাফিজুর রহমান চৌধুরীকে। নৌকার বিপক্ষে এবার মাঠে নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে আরো পাঁচ হেভিওয়েট প্রার্থী। দীর্ঘদিন ধরে বাঁশখালী আওয়ামী লীগের মধ্যে তিনটি গ্রুপে দলীয় কোন্দলে বিদ্যমান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল মোস্তফিজুর রহমান চৌধুরী গ্রুপ, সিআইপি মুজিবুর রহমান গ্রুপ ও আব্দুল্লাহ কবির লিটন গ্রুপ।
গ্রুপ তিনটি মাঝেমধ্যে মাঠে ময়দানে তাদের নিজস্ব বলয় নিয়ে আলাদা আলাদাভাবে শক্তি প্রদর্শনে সরব থাকেন। দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন ফরম নিয়েছেন দক্ষিণ জেলার আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান সিআইপি এবং সদস্য আব্দুল্লাহ কবির লিটন। নির্বাচনী মাঠে রয়েছেন জাতীয় পার্টির নেতা মনোনীত প্রার্থী সাবেক এমপি মাহমুদুল ইসলাম চৌধুরী।এছাড়া জাসদের চট্টগ্রাম দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি (স্ট্যান্ডার্ড ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান) কামাল মোস্তফা চৌধুরী। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়ন ফরম নিয়েছেন শিল্পপতি আজিজুর  রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু ও মোহাম্মদ খালেকুজ্জামান। এরই মধ্যে খালেকুজ্জামান মনোনয়ন ফরম জমা ও দিয়েছেন। বাঁশখালী  উপজেলা  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সবার অধিকার রয়েছে তবে উন্নয়ন অগ্রযাত্রায় বরাবরই নৌকায় জিতবে। মুস্তাফিজুর রহমান চৌধুরী বলেন মাননীয় প্রধানমন্ত্রী আবারো  আমাকে নৌকার মনোনয়ন দিয়েছেন। বিগত ১০ বছরে বাঁশখালীতে ব্যাপক উন্নয়ন করেছি ফলে জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয় করবেন। প্রধানমন্ত্রীর সুনাম রক্ষার্থে আওয়ামীলীগ ঘরোয়ানা যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদেরকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান ও জানান তিনি ।  দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মজিবুর রহমান  সিআইপি বলেন, নিজেদের উদ্যোগে বাঁশখালীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। আমাদের পরিবারের বিভিন্ন ধরনের ১৭ টি শিল্প প্রতিষ্ঠান নিয়ে স্মার্ট গ্রুপে ২৫ হাজার কর্মকর্তা কর্মচারীর মধ্যে ১৮ হাজার মানুষ বাঁশখালীর বাসিন্দা। জনগণের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা য় এবারে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ কবির লিটন বলেন স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে আমার অবদান রয়েছে কিনা বাঁশখালীবাসী জানেন। মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছি    জাতীয় পার্টি অধীনে নির্বাচনে অংশগ্রহণ করছি। জাসদের দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি কামাল মোস্তফা চৌধুরী বলেন, মনোনয়ন ফরম নিয়েছি  দলীয় মনোনয়ন পেলেই নির্বাচন করার সকল প্রস্তুতি আছে। তিনি আরো বলেন সমগ্র বাংলাদেশে উন্নয়ন  হলেও বাঁশখালীতে খুব বেশি উন্নয়ন হয়নি। বাঁশখালীর মাটি ও মানুষের সাথে অনেক কাজ করেছি ভবিষ্যতেও তাদেরকে নিয়ে থাকতে চাই । বিশেষ করে বাঁশখালীর স্বপ্নের বেড়িবাধ নির্মাণে অগ্রণী ভূমিকা রাখবেন বলে জানান। বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বলেন, বাঁশখালীতে নির্বাচনী ও মাঠে উত্থাপ থাকলেও  আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ রয়েছে। বাঁশখালীতে মোট ভোটার সংখ্যা তিন লাখ  ৭০ হাজার ৭৫৫ জন।
শেয়ার করুন