শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বন্দর নগরীতে রাইটস ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মুহাম্মদ মহিউদ্দিন (চট্টগ্রাম) মহানগর। ।

বন্দর নগরীতে রাইট ফাউন্ডেশনের উদ্যোগে
মেধা বৃত্তি পরীক্ষা-২০২৩ স্থানীয় নিমতলা উচ্চ বিদ্যালয় ও মকবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

২ ডিসেম্বর (শনিবার ) সকালে ৯.৩০ টায় অনুষ্ঠিত পরীক্ষায় বন্দর এলাকা ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির প্রায় ৮০০শত কোমলমতি শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেন।

২০১৬ সালে সংগঠনটি প্রতিষ্ঠা লাভের পর বিভিন্ন গণমুখী কার্যক্রমে সম্পৃক্ত রয়েছে। মূলত মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার চাহিদা পূরণে সহায়তা করা এ সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য। ইতিপূর্বে সংগঠনের পক্ষ থেকে তৃতীয়বার বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছিল এবার সহ চতুর্থবার । বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে উত্তীর্ণ দুই ক্যাটাগরিতে কৃতি শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন রাইটস ফাউন্ডেশন হালিশহর মকবুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং নিমতলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি, ফরহাদ পারভেজ, চসিক প্যানেল মেয়র আফরোজা কালাম, ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদ আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকগন।

সংগঠনের সভাপতি ফরহাদ পারভেজ বলেন, আগামী প্রজন্মকে লেখাপড়ার মাধ্যমে মনোনিবেশ করে মেধা বিকশিত করে একটি দারিদ্রমুক্ত সুশিক্ষিত সমৃদ্ধ জনগোষ্ঠি তৈরী করা এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে এগিয়ে আসার মাধ্যমে বাংলাদেশ গড়ার ফাউন্ডেশনের অভিষ্ঠ লক্ষ্য উদ্দেশ্য। তিনি আরো বলেন এলাকার সুবিধা বঞ্চিত জনগণের কল্যাণে এবং তাদের ছেলে-মেয়েদের শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র ও বাসস্থান খাতে সহায়তা প্রদান সংগঠনের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পরীক্ষা গ্রহণের সার্বিক বিষয়ে সংগঠনের পক্ষ থেকে তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন, কেন্দ্র সচিব মোঃ আবুল ফয়েজ, সংগঠনের সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দিন, এডভোকেট জামাল, মোঃ জামাল, যুগ্ন-সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সাকির মিয়া, অর্থ সম্পাদক দিদারুল আলম ও সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মিয়াসহ মোঃ সেলিম, শাহনেওয়াজ, এনামুল হক, হারুন শরীফ, মিজানুর রহমান, মারুফ হোসেন, আসাদুজ্জামান, সালাউদ্দিন, তাজ মোহাম্মদ, তৌহিদুল আলম এডভোকেট সাইদুল আহমেদ সেজান, জাকির হোসেন, তাজুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন