বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজনীতি করে ব্যবসা করি না, জাবেদ ইকবাল 

 মুহাম্মদ মহিউদ্দিন (চট্টগ্রাম) মহানগর।। 
মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন আর মিশন বাস্তবায়নের উদ্দেশ্যে সমাজের অবহেলিত বঞ্চিত দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে জনগণের স্বার্থে রাজনীতি করি। রাজনীতি করে ব্যবসা করি না বরং ব্যবসা করেই রাজনীতি করি।
বুধবার ২০ ডিসেম্বর ২৩ ইংরেজি নগরীর ৩৮ নং ওয়ার্ডে প্রায় ২ শত নারী পুরুষ ও শিশু  শীতার্তদের মাঝে নিজ বাসভবনে শীত বস্ত্র বিতরণ কালে তরুন আইকনিক ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবক  রাজনীতিবিদ করোনাযোদ্ধা ট্রিম ট্রেড লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ জাবেদ ইকবাল এ কথা বলেন ।
এলাকার অসহায় মানুষের কথা চিন্তা করেই  প্রতি বছরের ন্যায় এবারে দুই হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানান ।
তিনি আরো বলেন, প্রত্যেক বিত্তশালীদের উচিত সামর্থ্য অনুযায়ী সমাজের কম সৌভাগ্যবান  ব্যক্তি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।
চট্টগ্রাম ১১ আসনের নির্বাচনের বর্তমান  হালচাল বিষয়ে জানতে চাইলে তিনি বলেন , প্রথমবারের মতো এবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নৌকা চেয়েছিলাম কিন্তু পাইনি তাতে আমার কোন দুঃখ নেই ভবিষ্যতে আরও অনেক সুযোগ রয়েছে। নৌকা পাইনি বলে হাল ছাড়তে রাজি নয় অতীতের ন্যায়  আগামীতে মানুষের পাশে থাকব।
শেয়ার করুন