নিজস্ব প্রতিবেদক।।
চট্টগ্রামের সার্বিক উন্নয়ন সুনিশ্চিত করার জন্য এই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে উৎপাদনশীল কর্মকাণ্ডে নিয়োজিত রাখার উপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম – ১০ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মহিউদ্দিন বাচ্চু । তিনি গতকাল নগরীর ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় উপরোক্ত অভিমত ব্যক্ত করেন ।
মহিউদ্দিন বাচ্চু বলেন, প্রতিটি কর্মক্ষম মানুষ এবং প্রতিটি পরিবারকে সমৃদ্ধির কাতারে আনা না গেলে এলাকার সার্বিক সমৃদ্ধি অর্জিত হবে না । এই লক্ষ্য অর্জন এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করছেন বলে তিনি জানান । তিনি বলেন, সম্মানিত ভোটার বৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আরো একবার বঙ্গবন্ধু কন্যাকে রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করলে বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকাতে হবে না ।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মোঃ মহিউদ্দিন বাচ্চু গতকাল দিনভর নগরীর ২৪ নং ওয়ার্ডে গণসংযোগ ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করতে গিয়ে এসব কথা বলেন । দুপুরে ওয়ার্ডের মিস্ত্রিপাড়া থেকে তিনি গণসংযোগ শুরু করেন । এরপর আশকারাবাদ, মুহুরী পাড়া, মনসুরাবাদ, দাইয়া পাড়া, রঙ্গিপাড়া, ওয়াপদা কলোনী সহ আশপাশের অলি-গলিতে ব্যাপক গণসংযোগ করেন। এই সময় তিনি স্বভাবসুলভ হৃদ্যতা দিয়ে সাধারণ মানুষের মন জয় করে নেন ।
গণসংযোগকালে নৌকা প্রার্থীর সাথে স্হানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের অসংখ্য নেতা-কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন ।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার গত ১৫ বছরের অর্জনকে কোন সুযোগ সন্ধানী মহল যেন ছিনতাই করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য �
