রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রান্তিক জনগোষ্ঠীকে উৎপাদনশীল কর্মকাণ্ডে নিয়োজিত করতে হবে, মহিউদ্দিন বাচ্চু

নিজস্ব প্রতিবেদক।।
চট্টগ্রামের সার্বিক উন্নয়ন সুনিশ্চিত করার জন্য এই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে উৎপাদনশীল কর্মকাণ্ডে নিয়োজিত রাখার উপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম – ১০ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মহিউদ্দিন বাচ্চু । তিনি গতকাল নগরীর ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় উপরোক্ত অভিমত ব্যক্ত করেন ।
মহিউদ্দিন বাচ্চু বলেন, প্রতিটি কর্মক্ষম মানুষ এবং প্রতিটি পরিবারকে সমৃদ্ধির কাতারে আনা না গেলে এলাকার সার্বিক সমৃদ্ধি অর্জিত হবে না । এই লক্ষ্য অর্জন এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করছেন বলে তিনি জানান । তিনি বলেন, সম্মানিত ভোটার বৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আরো একবার বঙ্গবন্ধু কন্যাকে রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করলে বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকাতে হবে না ।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মোঃ মহিউদ্দিন বাচ্চু গতকাল দিনভর নগরীর ২৪ নং ওয়ার্ডে গণসংযোগ ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করতে গিয়ে এসব কথা বলেন । দুপুরে ওয়ার্ডের মিস্ত্রিপাড়া থেকে তিনি গণসংযোগ শুরু করেন । এরপর আশকারাবাদ, মুহুরী পাড়া, মনসুরাবাদ, দাইয়া পাড়া, রঙ্গিপাড়া, ওয়াপদা কলোনী সহ আশপাশের অলি-গলিতে ব্যাপক গণসংযোগ করেন। এই সময় তিনি স্বভাবসুলভ হৃদ্যতা দিয়ে সাধারণ মানুষের মন জয় করে নেন ।
গণসংযোগকালে নৌকা প্রার্থীর সাথে স্হানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের অসংখ্য নেতা-কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন ।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার গত ১৫ বছরের অর্জনকে কোন সুযোগ সন্ধানী মহল যেন ছিনতাই করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য �

আরও পড়ুন  জাতীয় পার্টির ৬৭১ নেতার এক যোগে পদত্যাগ
শেয়ার করুন