মুহাম্মদ মহিউদ্দিন( চট্টগ্রাম) মহানগর।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অভ্যন্তরের সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। অদ্য ১৪ জনুয়ারি রবিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী উক্ত সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ উপলক্ষে তিনি হাসপাতালের কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটি ও চিকিৎসকবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি আলহাজ্ব রেজাউল করিম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল আমাদের সকলের প্রতিষ্ঠান, এটি চট্টগ্রামবাসীর প্রতিষ্ঠান। এই হাসপাতাল নিয়ে আমরা এখন গর্ব করি। চট্টগ্রামের সর্বস্তরের মানুষ চিকিৎসা সেবার জন্য এখানে ছুটে আসে। এটি এখন মানুষের ভালোবাসা ও আস্থার ঠিকানা হিসেবে বিবেচিত হচ্ছে। করোনাকালে আপনারা যে সেবা দিয়েছেন তা চট্টগ্রামবাসী আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি এই হাসপাতালের উন্নয়নে সব সময় সাথে থাকবেন মর্মে আশ্বাস প্রদান করেন। হাসপাতালের অবশিষ্ট রাস্তাটিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করে দেয়ার বিষয়ে তিনি আশ্বস্ত করেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। তিনি বলেন, চট্টগ্রামের সর্বস্তরের মানুষের সহযোগীতায় আমরা আজ ক্যান্সার হাসপাতাল চালু করতে পেরেছি। আজ এখানে ক্যান্সার রোগীদের রেডিওথেরাপি সেবা শুরু করা হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। আমরা ব্যাংক লোনের মাধ্যমে ক্যান্সার মেশিনটি আমদানী করেছি। যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাংক লোন পরিশোধ করতে হবে। যাতে রোগীদের কম মূল্যে সেবা দেয়া যায়। তিনি এজন্য সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেন। তিনি আরো বলেন, আমরা কারো দানকে ছোট করে দেখবনা। যেকারো ১ টাকা ৫ টাকা দানও আমরা সানন্দে গ্রহণ করব। আমরা চাই এখানে সকল মানুষের অংশ গ্রহণ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট ট্রেজারার লায়ন এস. এম. কুতুব উদ্দীন, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, মেম্বার এ. এস. এম. জাফর, কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়র মহোদয়ের একান্ত সচিব আবুল হাসেম, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক শিহাব মালিক, চীফ রিপোর্টার হাসান আকবর, জয়েন্ট জেনারেল সেক্রেটারী (ডোনার) সৈয়দ আজিজ নাজিমউদ্দীন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডাঃ কামরুন নাহার দস্তগীর, ডোনার মেম্বার মোহাম্মদ শহীদ উল্লাহ, ডাঃ ফজল করিম বাবুল, চমাশিহা মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক – পরিচালক (প্রশাসন), ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়–য়া, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (আইসিএইচ) ডাঃ মোঃ আবু সৈয়দ চৌধুরী, হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানবৃন্দ, চট্টগ্রামের বিভিন্ন প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ। এরপর প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে নিয়ে ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন।
সংবাদটির পাঠক সংখ্যা : ৬