বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পতেঙ্গায় যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক।।

চট্টগ্রাম নগরীর দক্ষিণ পতেঙ্গা এলাকায় মো. সাকিব (২৪) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত সাকিব ওই এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে ডেইলপাড়া আকবরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাকিবের বাবা মো. ইয়াকুব আলী বলেন, ‘হুমকির কারণে আমার ছেলে আত্মহত্যা করেছে। আমার ছেলে বলেছিল- আমরা কেটলি মার্কার জন্য কাজ করেছি, তাই আমাদের পুরো পরিবার টার্গেট। হুমকি কে দিয়েছে তাকে জিজ্ঞেস করলেও বলেনি। শুধু বলতো আমরা এখান থেকে চলে যাই। গতকাল সে আমার বোনের বাড়িতে যাওয়ার জন্য পাগলামি করেছিল। ওর মাও বলেছে- তুই কোথাও যাস না, মরলে সবাই একসাথে মরবো।’

আর এইদিকে কেটলি প্রতীকে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী  হাজী জিয়াউল হক সুমন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রতিবাদস্বরূপ লিখেছেন, সাকিবের মত আর কতজন’কে মারলে আপনারা ক্ষান্ত হবেন?

সাধু সাবধান, জবাব দিব রাজপথে। 

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন , লাশ উদ্ধার করেছি। মৃত্যুর রহস্য তদন্ত সাপেক্ষে জানানো  হবে।’

শেয়ার করুন