শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

 নিজস্ব প্রতিবেদক।।

চট্টগ্রামজুড়ে গ্যাস সরবরাহে বিপর্যয় সৃষ্টি হয়েছে। নগরের কোথাও আজ (শুক্রবার) সকাল থেকে আবাসিক ও বাণিজ্যিকখাতে গ্যাস সরবরাহ আকস্মিকভাবে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে সরবরাহ লাইনে গ্যাস পাচ্ছেন না গ্রাহকেরা।

কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে এ বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কর্মকর্তারা।

আকস্মিক গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গৃহস্থালি খাতের গ্রাহকেরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন।

মোঃ হামিদ নামের হালিশহর এলাকার এক বাসিন্দা বলেন, কয়েকদিন ধরে ২৪ ঘন্টার মধ্যে ৪ ঘন্টাও চুলায় গ্যাস থাকে না। আজ সকাল থেকে দেখি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রাতেও ছিল না। ভাত তো দূরের কথা সকালের নাস্তাও করতে পারিনি।

নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের গরুর মাংস বিক্রেতা মোঃ আমিন বলেন, হঠাৎ করে গ্যাস বন্ধ হয়ে যাওয়াতে  আজকে গরুর মাংস কেউ ক্রয় করছে না। বড় বিপদে পড়ে গেছি।

শেয়ার করুন