বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরী‌তে ২২টি সিএন‌জি দি‌য়ে ফ্রি! রোগী প‌রিবহনে সেবা দি‌চ্ছেন ফ‌সিউল আলম রিয়াদ

 

মহামারী ক‌রোনা দু‌র্যো‌গে লকডাউন চলাকালীন সম‌য়ে প‌রিবহন সংক‌টে বিপা‌কে পড়া রোগী‌দের জীবন বাঁচাতে জরুরি চিকিৎসা সেবা প্রদানের লক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন ওয়ার্ডে ২২ টি সিএনজি পরিবহন দিয়ে ২৪ ঘন্টার ফ্রি যাত্রী সেবা চালু ক‌রে‌ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৭ম জাতীয় কং‌গ্রেস সদস্য যুব সংগঠক মোঃ ফ‌সিউল আলম রিয়াদ । সিএন‌জির সাম‌নে পেছ‌নে ব্যানা‌রে লিখা হট লাইন নং ০১৮১৯৮২২৪৪৩ তে ফোন কর‌লে যে কোন কেউ নি‌তে পার‌বে এই সেবা।

গত বৃহস্প‌তিবার ১ জুলাই ২১ ইং  বিকেলে চট্টগ্রাম আন্দর‌কিল্লাহস্থ ২৫০ শয্যা বি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লের সাম‌নে এসব সিএন‌জি ফ্রি যাত্রী সেবা উ‌দ্বোধন ক‌রেন সি‌ভিল সা‌র্জেন ডা.‌শেখ ফজ‌লে রা‌ব্বি। এতে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন মহানগর আওয়ামীলী‌গের সহ-সভাপ‌তি আলতাফ হো‌সেন চৌধুরী বাচ্চু। বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন মহানগর যুবলী‌গের যুগ্ম আহ্বায়ক দে‌লোয়ার হো‌সেন খোকা, নগর যুবলী‌গ নেতা রিটন। অন্যা‌ন্য‌দের মা‌ঝে উপ‌স্থিত ছি‌লেন নাজমুল, মুন্না, আজাদ,মোয়া‌জ্জেন, নেয়াজ, ছাত্রলীগ নেতা  সাইফুল ইসলাম, ইস‌তিয়াক, র‌নি, সা‌কিব ও রিসাদ প্রমুখ।

এসময় চট্টগ্রাম সি‌ভিল সার্জন শেখ ফজ‌লে রা‌ব্বি ব‌লেন ক‌রোনা সংক্রমন বৃ‌দ্ধি পাওয়ায় সরকার লকডাউন ঘোষনা কর‌ছে। এসময় রোগীরা হাসপাতাল কিংবা চি‌কিৎসকের কা‌ছে যে‌তে চাই‌লে প‌রিবহন সংক‌টে পড়‌বে। তাই জাতীর এ দুঃসম‌য়ে মান‌বিকতা বিষয় বি‌বেচনা ক‌রে যুবলীগ নেতা মোঃ ফ‌সিউল আলম রিয়াদ ২৪ ঘন্টা ফ্রি রোগী প‌রিবহ‌নে যাত্রী‌সেবা দেওয়ার ল‌ক্ষে নগরী‌তে ২২ টি সিএন‌জি দি‌য়ে যে উ‌দ্যোগ গ্রহন ক‌রে‌ছে তা স‌ত্যিই প্রশংসার দাবী রা‌খে।

এসময় মোঃ ফ‌সিউল আলম রিয়াদ বলেন,যুবলীগ মানবিকতার সংগঠন। যুবলীগের বর্তমান কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের আহ্ববা‌নে এবং চট্টগ্রাম মহানগর আওয়ামীলী‌গের সহ- সভাপ‌তি আলতাফ হো‌সেন চৌধুরী বাচ্চুর নি‌র্দেশনায় আমরা মানবিক যুবলীগ গঠনে কাজ করে যাচ্ছি।তি‌নি আ‌রো ব‌লেন গত বছর ক‌রোনা শুরুতে লকডাউ‌নে ৫ টি সিএন‌জি দি‌য়ে ২৪ ঘন্টা ফ্রি যাত্রী‌সেবা দি‌য়ে‌ছিলাম। এবার তা সংখ্যা বা‌ড়ি‌য়ে ২২ টি‌তে রুপান্ত‌রিত ক‌রেছি। যত‌দিন লকডাউন থাক‌বে তত‌দিন এ সেবা অব্যাহত রাখব।

শেয়ার করুন