রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে হাতির তাণ্ডব

বাঁশখালীতে ২ বাড়ি-দোকানে হাতির তাণ্ডব

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি।।

বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামে দুইটি বাড়ি ও দোকানে তাণ্ডব চালিয়েছে হাতির দল।

সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে বাণীগ্রামের ৪নং ওয়ার্ডে হাতির দল এ তাণ্ডব চালায়। সাধনপুর ইউনিয়নের ৪ নং ওর্য়াডের ইউপি সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, হাতির তাণ্ডবে সাধনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেডিকেল সড়কের পাশে আহমদ সদাগরের বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে। আর বাণীগ্রাম বাজারের পূর্ব পাশে প্রকাশ রঞ্জন চৌধুরীর বাড়ির মূল পাকা বাড়িতে অনেক চেষ্টা করেও ঢুকতে পারেনি।তবে দরজাগুলো নষ্ট করে ফেলেছে ।

এছাড়া প্রবীণ চৌধুরী ও পীযূষ চৌধুরীর বাড়িও আংশিক এবং বাণীগ্রাম বাজারে দিলীপ কুমার রায় মার্কেটে আফসার সওদাগরের চাউলের দোকান ক্ষতিগ্রস্ত সহ ক্ষেত খামার নষ্ট করেছে।

আরও পড়ুন  চট্টগ্রাম-১১ আসনের নৌকার মাঝি হতে চান যে ২৯ জন ব্যক্তি
শেয়ার করুন