শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি নির্দেশনা 

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

নিজস্ব প্রতিবেদক।।

আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবস উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠান (ইংরেজি মাধ্যমের স্কুলসহ) ও দফতরগুলোকে জাতীয় কর্মসূচির আলোকে নির্ধারিত কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ নির্দেশনা জারি করে। নির্দেশনা অনুযায়ী, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও দফতরগুলোতে সঠিক নিয়মে সঠিক রঙ ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। সূর্যোদয়ের সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন এবং সূর্যাস্তের সময় জাতীয় পতাকা নামাতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠান ও দফতরগুলো ২১ ফেব্রুয়ারি প্রভাতে ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করবে।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে সব শিক্ষাপ্রতিষ্ঠান স্ব-স্ব কর্মসূচি গ্রহণ করবে।শিক্ষার্থীরা দিবসটির সঙ্গে সঙ্গতি রেখে কবিতা, গল্প ও সৃজনশীল লেখা লিখে এবং ছবি এঁকে শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করবে।

শেয়ার করুন