শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বাঁশখালী গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি অভিষেক ও সাধারণ সভা 

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মোহাম্মদ এরশাদ বাঁশখালী, চট্টগ্রাম।।

বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি চট্টগ্রামের বাঁশখালী শাখার অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।১৭ ফেব্রুয়ারী (শনিবার) উপজেলার চেচুরিয়াস্থ এস কে বি কনভেনশন সেন্টার হলরুমে ডাক্তার মোঃ কায়সারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা সভাপতি ডাঃ আশীষ কুমার শীল।গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ হারেস ও সহ-সভাপতি ডাঃ মোহাম্মদ এজাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডাক্তার নাছির আহমদ, ডাক্তার খাইরুল আলম, ডাক্তার আবদুস সমাদ, ডাক্তার এস এম কুতুবী, ডাক্তার জামাল হোসাইন হেলালি, ডাক্তার অসিত কুমার ধর, ডাক্তার পরিমল কান্তি নাথ, ডাক্তার এসএম আকবর হোসেন, ডাক্তার রমিজ আহমেদ প্রমুখ।সভায় বক্তারা বলেন, গ্রাম ডাক্তাররা বিভিন্ন দূর্যোগের সময় প্রান্তিক জনপদের গ্রামে- গঞ্জে পাড়া-মহল্লায় ও বাড়ী- ঘরে গিয়ে অসুস্থ মানুষদের চিকিৎসা সেবা করে থাকেন গ্রাম ডাক্তাররা। বিশেষ করে কোভিড-১৯ করোনা মহামারীর সময় নিজেদের জীবন বাজি রেখে বিভিন্ন রোগীদের চিকিৎসা সেবা প্রদানে গ্রাম ডাক্তাররা মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেও প্রতিনিয়ত অবহেলার শিকার হচ্ছে গ্রাম ডাক্তাররা। তারপরও গ্রাম ডাক্তাররা নাকি তাদের নামের আগে ডাক্তার লিখতে পারবেনা, কিন্তু কেন? আমাদের মোছলেকা দিতে হবে কেন? এবিষয়ে গ্রাম ডাক্তারদের পক্ষে হাইকোর্টের অর্ডার রয়েছে তবুও কেন ডাক্তার লিখতে পারবোনা? অধিকার রক্ষায় প্রয়োজনে সকল গ্রাম ডাক্তাররা ঐক্যবদ্ধ হয়ে উপজেলা সদরে গিয়ে আন্দোলন করা হবে বলে হুশিয়ারি দেন তাঁরা।

শেয়ার করুন