রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

২২% পোশাক কারখানা এখ‌নো পরিদর্শনের বাইরে: সিপিডি

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিবি) মনে করে, বাংলাদেশের পোশাকখাতের কারখানাগুলোর মধ্যে এখনো প্রায় ২২ শতাংশ পরিদর্শনের বাইরে রয়ে গেছে। একই সঙ্গে মাঝারি মানের কারখানায় বেশি দুর্ঘটনা লক্ষ্য করা গেছে। এসব কারখানা নিয়ে প্রশ্ন রয়েছে।
শনিবার পোশাক খাত নিয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন সিপিডির গবেষণা পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম।
তিনি বলেন, ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর অ্যাকর্ড এবং অ্যালায়েন্স বাংলাদেশের পোশাক খাতে কাজ করায় শ্রমিকদের নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে। কিন্তু একই সময়ে অ্যাকর্ড-অ্যালায়েন্স বাংলাদেশ থেকে চলে যাবার পর দায়িত্ব নেয় বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান। প্রতিবেদনে দেখা যাচ্ছে, এ সময়ে কারখানার নিরাপত্তায় তেমন একটা অগ্রগতি হয়নি।

আরও পড়ুন  বাংলাদেশ এখন অতটা খারাপ নেই: শেখ হাসিনা
শেয়ার করুন