শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

ব্রূনাই দারুস্সালাম হাই কমিশনার হাজী হারিস বিন ওথমান চমাশিহা পরিদর্শন

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

ব্রূনাই দারুস্সালাম হাই কমিশনার হাজী হারিস বিন ওথমান চমাশিহা পরিদর্শন
মুহাম্মদ মহিউদ্দিন।।
ব্রূনাই দারুস্সালাম এর হাই কমিশনার হাজী হারিস বিন ওথমান ২ মার্চ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন।
হাই কমিশনার হাসপাতালে আসলে তাকে ফুল দিয়ে বরণ করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মোরশেদ হোসেন ও জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ অধ্যক্ষ ডক্টর লায়ন  মোঃ সানাউল্লাহ, সদস্য এস এম জাফর হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার নুরুল হক, কলেজের এডভাইজার অধ্যাপক এ এস এম মোস্তাক আহমেদ,মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  অধ্যাপক ডাক্তার অসীম কুমার বড়ুয়া ও  উপ পরিচালক মোশারফ হোসেন উপ-পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম সহ হাসপাতাল ও কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান।
হাই কমিশনার হাসপাতালের কার্যনির্বাহী কমিটি ও কর্মকর্তাবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। হাসপাতালের চলমান সার্বিক কার্যক্রমের বিষয়ে উপস্থাপন করেন প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন। হাই কমিশনার বলেন, আমি জেনে খুবই খুশি হয়েছি যে এটি একটি সেবা মূলক প্রতিষ্ঠান, এটি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম খুবই সন্তোষ প্রকাশ করেন। কমিশনার বলেন ব্রুনাই সরকার ও দেশের স্বাস্থ্যখাতকে খুবই গুরুত্ব দিয়ে থাকেন। তিনি বাংলাদেশের সাথে ব্রুনাই এর স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্বারুপ করেন। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এর সাথেও স্বাস্থসেবায় পারস্পরিক সহযোগীতা মূলক একটি সমাঝোতা চুক্তি করে যেতে পারে মর্মে মত প্রকাশ করেন। এই বিষয়ে তিনি ব্রূনাই   সরকারের পক্ষে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
 হাই কমিশনার এর সাথে তার সহধর্মিনীও উপস্থিত ছিলেন। এই সময় চট্টগ্রাম জেলা  পরিষদের চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম, মেজর জেনারেল (অবঃ) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, জিলানি ইসলামিক উইম্যান চেয়ারপার্সন সৈয়দা সাইমা আহম্মেদ জিলানী কমপ্লেক্স অধ্যক্ষ দেলোয়ার হোসেন আলকাদেরী বিশিস্ট ব্যাবসায়ি আলহাজ¦ মোহাম্মদ ইউসুফ, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা,  অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য হারুন ইউসুফ সহ
ব্রূনাই দ্রুতবাসের প্রথম সচিব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন