শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দর নগরীতে ঋণের ভার সইতে না পেরে আওয়ামী লীগ নেতার আত্মহত্যা

ডেস্ক নিউজ:

আমি আত্মহত্যা করেছি, আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নই,আমার জীবন পরিচালনার ভুলে অনেক কর্জের মধ্যে পড়ে গেছি। জায়গা বিক্রি করেও কর্জ শেষ করতে পারছিনা, আরো ৮/ ১০ লক্ষ টাকা কর্জ আছে  । বর্তমানে আমি বেকার অবস্থায় দিন কাটাচ্ছি প্রায় এক বছর। নানান টেনসনে আমি প্রায় পাগলের মত হয়ে যাচ্ছে, কি করবো মাথায় আসছেনা।মসজিদের

টাকা ভেঙে ফেলেছি । এই অপরাধে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। কিন্তু কেউ আমাকে টাকার জন্য চাপ দেয় নাই। কিন্তু কেন আল্লাহর ঘরের টাকা ভেঙ্গে সমিতির ঋণ চালিয়েছি এই অপরাধ মেনে নিতে পারছি না। আল্লাহ আমাকে ক্ষমা করিও। পরিবার-পরিজন
সবাই  এবং সমাজের সবাই আমাকে ক্ষমা করে দিবেন । নিবেদক মোহাম্মদ জাহিদুল আলম (মিন্টু) 
এভাবেই চিরকুট লিখে ১০ মার্চ রবিবার বিকেলে গলায় ফাঁস খেয়ে নিজ ঘরেতে আত্মহত্যা করেছেন নগরীর ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল আলম মিন্টু (৫৩)।
বন্দর থানার পরিদর্শক (ওসি) মনজুর কাদের জানান জাহিদুল আলম মিন্টুর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি দক্ষিণ মধ্যম হালিশহর
৩৮ নম্বর ওয়ার্ডের দুই নম্বর সাইট এলাকার বাসিন্দা। তিনি নিজের বাসাতেই রবিবার বিকেল পাঁচটায় আত্মহত্যা করেন।
মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে যান। পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, তিনি কয়েক লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন।বিষয়টি নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। চিরকুটেও তিনি ঋণের কারণে আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেছেন।থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছেন এবং ঋণ গ্রস্ত সহ আরো একাধিক সমস্যা থাকলে তাও দেখা হবে বলে জানিয়েছেন থানার কর্তব্যরত পুলিশ অফিসার।
আরও পড়ুন  বাঁশখালীতে প্রবাসী আব্দুল্লাহ বিন হুমায়ুনের আয়োজনে  মাসব্যাপী ইফতার
শেয়ার করুন