নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক ও দৈনিক আজাদীর সম্পাদকএম এ মালেকের সভাপতিত্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজানে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায় লোকের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি কৃষ্ণ পদ রায়,বিপিএম (বার),পিপিএম(বার) ।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের লক্ষ্য একটাই, তা হলো গরিব অসহায় মানুষকে স্বস্তি দেওয়া। বিপর্যয় ও অভাব অনটনে তাদের পাশে থাকা। এ কাজে ব্যবসায়ী ও সমাজের ধনাঢ্য ব্যক্তিরা সহযোগিতা করতে পারেন। আমরা সমন্বয় করছি যাতে ধনাঢ্য ব্যক্তিরা গরিবদের কাছাকাছি যেতে পারেন। তিনি আরও বলেন, আমরা একটা বার্তা দিতে চাই, আর তা হলো- ধনীরা যেন তাদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ায় যাতে পবিত্র রমজানের সংযম ও তাৎপর্য সার্থক হয়।
অনুষ্ঠানে সিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রাইসা মাহবুব, মহানগর কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরি স্বপন, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক)মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর),মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটি পুলিশিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।