শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রফেসর (ডাঃ) মাহমুদ আহমেদ চৌধুরী আরজুকে পদক প্রদান

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

নিজস্ব প্রতিবেদক।।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ও হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর (ডাঃ) মাহমুদ আহমেদ চৌধুরী আরজুকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষ করে অটিজম শিশুদের চিকিৎসা সেবায় অনন্য অবদানের জন্য অটিজম প্রতিবন্ধিতা নিরাময়ে অনন্য অবদানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। অদ্য ০২ এপ্রিল বিশ্ব অটিজম দিবস উপলক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এই পদক হস্তান্তর করেন।

প্রফেসর (ডাঃ) মাহমুদ আহমেদ চৌধুরীর অনুপস্থিতিতে তার পক্ষে ‍উক্ত সম্মাননা গ্রহণ করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ খায়রুল আলম সেখ এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রফেসর (ডাঃ) আ ফ ম রুহুল হক এমপি এবং প্রফেসর ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি। স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম সচিব) জনাব মোঃ শাহ আলম।
উল্লেখ্য, প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু গত প্রায় ২০ বছর যাবৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কাজ করে আসছেন। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে অটিজম সহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের এই শিশু বিকাশ কেন্দ্রে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমন্বিত চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে। এক ছাদের নিচে এখানে রোগীরা যে সকল চিকিৎসা সেবা পাচ্ছেন তা হলো – সাইকোলজি, স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি, ডেভেলপমেন্টাল থেরাপি, মাল্টিডিসিপ্লিনারী ক্লিনিক, লো-ভিশন ক্লিনিক, অপটোমেট্রি ক্লিনিক, অকুপেশনাল থেরাপি, ইইজি, হেয়ারিং ও নিউট্রিশনিষ্ট ইত্যাদি। চট্টগ্রামে তার সর্বাত্মক সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজসহ আরো কয়েকটি হাসপাতালে শিশু বিকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু ১৯৬০ সালে ১জুন চট্টগ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি চট্টগ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মরহুম বাদশা মিয়া চৌধুরীর কনিষ্ঠ পুত্র। প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ১ম শ্রেণিতে এসএসসি ও সম্মিলিত মেধা তালিকায় ১০ স্থান অধিকার করে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস থেকে শিশু স্বাস্থ্যে এফসিপিএস ডিগ্রী অর্জন করেন। ২০১১ সালে তিনি যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ফিজিশিয়ান, এডেনবার্গ হতে সম্মান সূচক এফআরসিপি ডিগ্রী এবং যুক্তরাজ্যের গ্রেট অরমন্ড হসপিটাল হতে শিশু নিউরোলজিতে ফেলোশিপ লাভ করেন।

প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে শিশু নিউরোলজি ও থ্যালাসেমিয়া রোগের উপর অনেক প্রবন্ধ উপস্থাপন করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মেডিকেল জার্নালে তার ৫০টির অধিক গবেষণামূলক প্রকাশনা রয়েছে। স্থানীয় ও জাতীয় পত্র পত্রিকায় তিনি শিশু স্বাস্থ্য, বিশেষায়িত শিশু, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের উপর ও সমসাময়িক বিষয়ের উপর তিনি নিয়মিত লেখালেখি করছেন। অটিজম ও বিশেষায়িত শিশুদের বিষয়ে তার একাধিক গ্রন্থ রয়েছে। তার সামাজিক কর্মকান্ডের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আজীবন সম্মাননা প্রদান করেন। এছাড়াও রোটারী ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট ৩২৮২, ইনার হুইল ক্লাব, ইঞ্জিঃ আবদুল খালেক ও অধ্যাপক মোহাম্মদ খালেদ ফাউন্ডেশন, জাগৃতি ক্লাব, আশার আলো স্কুলসহ বিভিন্ন সংগঠন তাকে সম্মাননা প্রদান করেন।

শেয়ার করুন