শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পরিষদের দাতা সদস্য ইঞ্জিঃ মোঃ জাবেদ আবছার চৌং। তিনি বলেন অসাধারণ মেধাবী, স্পষ্টবাদী ও মানুষ ছিলেন প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা । সাদার্ন ভার্সিটিতে শিক্ষাগত সময়ে ছাত্রদের থেকে যতটুকু জেনেছি পড়া লেখা নিশ্চিত করতে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।
বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাসান মুরাদ চৌধুরী বলেন আমি ছিলাম তাঁর ভাইরা ভাই। কিন্তু কোন দিন সে চোখে আমাকে দেখেনি নিজের আপন ভাইয়ের মতো আদর স্নেহ মমতা করতেন। শিক্ষাবিস্তারে নিরলস কাজ করেছেন তার সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধের জন্য তিনি সকলের নিকট ছিলেন শ্রদ্ধাভাজন।
প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা ১৯৪৮ সালে জম্মগ্রহন করেন বহাদ্দাকাটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তাঁর পড়ালেখা শুরু হয় স্থানীয় বহাদ্দারকাটা প্রাথমিক বিদ্যালয় থেকে। ওই খানে ৫ম শ্রেনী পর্যন্ত পড়ালেখা করার পর ৬ষ্ট শ্রেনীতে ভর্তি হয় ঢেমুশিয়া জিন্নাত আলী উচ্চ বিদ্যালয়ে। ৭ম ও ৮ম শ্রেনীতে অধ্যায়ন করেন ইলিশিয়া জামিলা বেগম উচ্চ বিদ্যালয়ে। ১৯৬৪ সালে চকরিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগের তিনি প্রথম ছাত্র ছিলেন ওই বিভাগ থেকে ১৯৭৪ প্রথম শ্রেনীতে ২য় স্থান অধিকার করে স্নাতোকোত্তর অর্জন করেন। ১৯৮৩ সালে কানাডার Concordia University থেকে Radiation and Health Physics উচ্চ শিক্ষায় ভিক্তি প্রাপ্ত হয়ে ১৯৮৬ সালে এমএসসি ( থিসিস) ডিগ্রী পাশ করেন।
তাঁর চৌকষ অসাধরণ কৃতিত্বের জন্য ” নিশিথ মুখার্জী মডেল” অর্জন করেন।
১৯৯৫ সালে Radiation and Health Physics বিভাগ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
১৯৭২ সালে চট্টগ্রামের ঈমাম গজ্জালী কলেজে প্রভাষক হিসাবে কর্ম জিবন শুরু করে। ১৯৭৩ সালের ৯ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিদ্যা বিভাগের Researcher হিসাবে যোগদান করেন।১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ওই বিভাগের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন এবং ২০০০ সালে বিজ্ঞান অনুষদের ডীন নির্বাচিত হয়ে ২ বছর দায়িত্ব পালন করেন। উক্ত সময়ে কম্পিউটার ও বিজ্ঞান বিভাগ স্থাপনের জন্য অগ্রনী ভূমিকা পালন করার পাশা পাশি প্রতিষ্টাতা চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেন। ২০০৫-২০০৯ সাল পর্যন্ত বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে Vice Chancellor পদে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন।২০০৯-২০১৩ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ICT Centre এর প্রধান সমন্বয়কারী ছিলেন। ২০১৫ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন।
এরপরও তিনি বসে নেই ২০১৩ সালে সাদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান হিসেবে যোগদান করার পর ২০১৬ সালের ১৬ জানুয়ারি সাদার্ন ইউনিভার্সিটিতে উপাচার্য পদে দায়িত্বভার গ্রহণ করেন প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা। সফলতার সাথে দায়িত্ব শেষ করে চলতি বছর ২০২১ সালের ১৪ মার্চ তিনি অবসরে যান। এর আগে বরেণ্য এ শিক্ষাবিদ।
মৃত্যুকালে ১ ছেলে ২ কণ্যা স্ত্রী অসংখ্য আত্মীয় স্বজন সহ গ্রনগ্রাহী রেখে গেছেন।
বড় ছেলে ড.হোসেন আরিফুল মোস্তফা BUET এর ICT বিভাগের সহকারী অধ্যাপক কর্মরত রয়েছেন। তাঁর বড় মেয়ে হাসানা জামিল মোস্তফা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক এবং অস্ট্রেলিয়া TAFE থেকে PGD করে Liverpol city council এ Management একাউনটেন্ট হিসাবে কর্মরত রয়েছে ।অপর মেয়ে জকিউন মোস্তফা জুহি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিভাগে এমবিএ পাশ করে উচ্চ শিক্ষায় বৃত্তি নিয়ে অস্ট্রেলিয়া Univercity of Wollongong তে Master of Professional Accounting এ অধ্যায়নরত রয়েছে।
পরিবার বার সুত্রে জানাজায় আগামীকাল সোমবার সকাল সাড়ে ৭টায় সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তাঁর গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ।