বাঁশখালী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
বাঁশখালীর সাধনপুরে বসতভিটা ও সম্পদ থেকে বঞ্চিত করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। দিলীপ মুখার্জির নেতৃত্বে আপন চাচার পরিবারের সদস্যরা তাদের সম্পদ জবর দখল করে রাখায় বর্তমানে শিমুল মুখার্জির পরিবার বসতভিটা হারিয়ে বর্তমানে পথে পথে ঘুরছে। এনিয়ে মামলা মোকদ্দমা ও শালিশ বিচারের মাধ্যমে শিমুল মুখার্জির পরিবার তাদের বসতভিটা ও সম্পদ ফিরে পেতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দুয়ারে দুয়ারে ঘুরলেও কার্যত কোন ব্যবস্থা হয়নি। চাচাত ভাই দিলীপ মুখার্জি ও তার পরিবার আইন আদালতের তোয়াক্কা না করে দাদার সব সম্পদ একাই জবর দখল করে রেখেছেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। ২১ এপ্রিল রবিবার উপজেলা সদরের বাঁশখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে শিমুল মুখার্জির পরিবার তাদের বসতভিটা ও সম্পদ ফিরে পেতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছে।
জানা গেছে, বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড পশ্চিম সাধনপুর এলাকার দেবেন্দ্র লাল মুখার্জি দুই সন্তান রনজিত মুখার্জি এবং জগদিশ মুখার্জি রেখে মারা যান। দেবেন্দ্র লাল মুখার্জির সম্পদ দুই সন্তান জগদিশ ও রনজিত মুখার্জির নামে সমান বিএস রেকর্ড হয়। প্রায় ৩৫ বছর পুর্বে তাদের রনজিত এবং জগদিশ মারা যান। এর পর থেকে দেবেন্দ্র লাল মুখার্জির সব সম্পদ জগদিশ মুখার্জির ছেলেরা জবর দখল করে নেন। সেই থেকে রনজিত মুখার্জির সন্তানরা বলতে গেলে বাড়িভিটা ছাড়া। বসতভিটা ও সম্পদ ফিরে পেতে রনজিত মুখার্জির সন্তান শিমুল মুখার্জি গংরা শত চেষ্টা করে এলেও কোন কাজ হয়নি। গতকাল অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় ইউপি সদস্য শওকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।