রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইপিজেড থানা এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিলক্ষিত হলেই পুলিশকে জানান – ওসি মো: হোসাইন

বিশেষ প্রতিবেদক, মুহাম্মদ মহিউদ্দিন।

ইপিজেড থানা এলাকায় বিভিন্ন জেলার মানুষ পেশাগত কারণে অবস্থান করেন। বসবাসরত নাগরিকবৃন্দকে কিশোর গ্যাং, জুয়া, মাদকের ব্যবহার, পতিতাবৃত্তি ইত্যাদি প্রতিরোধে সচেতন হবার পরামর্শ প্রদান, বিশেষ করে  নিজের পরিবারের উঠতি বয়সের সন্তানের দিকে সর্বোচ্চ সতর্কতার সহিত নজরে রাখার তাগিদ দেওয়ার পাশাপাশি থানা এলাকায় কোথাও অপরাধমূলক কর্মকাণ্ড পরিলক্ষিত হলে ততক্ষণাত থানা পুলিশকে অবহিত করুন।

রবিবার ২১ এপ্রিল, ২০২৪ খ্রি. রবিবার দুপুর ৩:০০ ঘটিকায় নগরীর ইপিজেড থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক অনুষ্ঠিত মতবিনিময় সভায় থানা এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্যে উপরোক্ত কতগুলো বলেন ইপিজেড থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসাইন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইপিজেড থানার অপারেশন অফিসার আফসার উদ্দিন রুবেল এসময় অত্র থানার সকল অফিসার ও ফোর্স সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  চমাশিহা কার্যনির্বাহী কমিটির-২১'র নব নির্বাচিত প্রতিনিধি দলের নেতৃবৃন্দরা চসিক মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ
শেয়ার করুন