শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বাঁশখালীতে সাবেক চেয়ারম্যানের আত্মহত্যা

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি।।

বাঁশখালীর উপজেলার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইয়াছিন (৫৪) আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে তিনি বিষপানে আত্মহত্যা করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এই চেয়ারম্যান মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাঁশখালীর শেখেরখীলসহ দক্ষিণ বাঁশখালীতে শোকের ছায়া নেমে আসে। দলীয় নেতাকর্মীরা চেয়ারম্যান ইয়াছিনের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

তারা বলেছেন একজন কর্মী বান্ধব নেতাকে হারিয়েছে তারা। আজ রাত ১০ টায় সাবেক এই চেয়ারম্যানের নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদের সাবেক এই চেয়ারম্যানের বিষপানে আত্মহত্যার বিষয়টি স্বীকার করে বলেন, ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

শেয়ার করুন