শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

দ্বন্দ্বকে ইতিবাচক ঘটনায় রুপান্তর করতে পারলেই সমাজে শান্তি বিরাজ করবে এডাব কর্মশালায় অতিথিরা

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংগঠন সমূহের অন্্যতম সমন্বয়কারী সংগঠন – এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ ( এডাব) আয়োজিত ৪দিন ব্যাপী Conflict Sensitivity & Conflict Transformation-CSCT কর্মশালা ৩০ মার্চ সিতাকুন্ডের ইপসা প্রশিক্ষণ সেন্টারে সমাপ্ত হয়। সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব এর চট্টগ্রাম জেলার সভাপতি ও ইলমা’র প্রধান নির্বাহী  জেসমিন সুলতানা পারু। চারদিন ব্যাপী এই ওয়ার্কশপে চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বেসরকারী উন্নয়ন সংগঠনসমূহের মোট ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারী আমাদের পরিবারে, সমাজে, সংগঠনে ঘটমান দ্বন্দ্বগুলোকে কিভাবে শান্তিতে রুপান্তর করা যাবে এবং দ্বন্দ্ব, সহিংসতা ও দ্বন্দ্ব বিশ্লেষণ সম্পর্কে মৌলিক ধারণা লাভ করেন। এডাব আয়োজিত ওয়ার্কশপটি পরিচালনা করেন পার্বত্য চট্টগ্রামে কর্মরত বেসরকারী উন্নয়ন সংগঠন মালেইয়া ফাউন্ডেশন।

সমাপনী পর্বে অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন এডাব-এর পরিচালক একেএম জসিম উদ্দিন, কর্মসূচী পরিচালক কাউসার আলম কনক, বনফুল সমাজ কল্যানমূলক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী রেজিয়া বেগম, এডাব-কক্সবাজার এর সভাপতি ও সিসিডিএফ এর প্রধান নির্বাহী সুব্রত দত্ত এবং এডাব-ফেনী’র সভাপতি ও ফেয়ার’র প্রধান নির্বাহী কাজী সালাউদ্দীন নোমান। সমাপনি অনুষ্ঠানে ২য় বারের মতো BRTC কেন্দ্রিয় পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় এডাব- চট্টগ্রাম জেলার সভাপতি ও ইলমা’র প্রধান নির্বাহী  জেসমিন সুলতানা পারু-কে এডাব ও সদস্য সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানালে অনুষ্ঠানের সভাপতি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আমাদের চারপাশে চলমান অপ্রত্যাশিত দ্বন্দ্বকে কিভাবে শান্তিতে রুপান্তর করা যাবে তার উপর গুরুক্ত আরোপ করে ওয়ার্কশপটি সমাপ্ত ঘোষনা করেন।

শেয়ার করুন