মুহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর।
চট্টগ্রাম মহানগর পাঁচলাইশ থানাধীন হামজার বাগ এলাকাস্থ্য ঐতিহাসিক হামজার খা (র) শাহী জামে মসজিদ পরিচালনা পর্ষদের ত্রি বার্ষিক নির্বাচন (২০২৫-২৭) ১৫ নভেম্বর ২৪ খ্রিষ্টাব্দ রোজ শুক্রবার মসজিদ পরিচালনা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব কামাল উদ্দিন চৌধুরী। মসজিদের খতিব কাজী মুফতি জালাল উদ্দিন, পেশ ইমাম মোহাম্মদ জুবাইর সিদ্দিকী, সমাজসেবক আর ইউ চৌধুরী শাহিন, ইস্কান্দার মির্জা, মনজুরুল আলম মঞ্জু, এডভোকেট মোহাম্মদ ইলিয়াস, এডভোকেট এনামুল হক, কুব্বাত মিয়া ও মোঃ বখতিয়ার।
নির্বাচনের ১৩ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নির্বাচিত ব্যক্তিগণ হলেন, সভাপতি -আলহাজ্ব মোঃ রিজওয়ান খান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সরোয়ার হোসেন, সহ -সভাপতি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শামসুল হুদা, মোঃ আকবর খান, সুলতনা অহমদ ও মো: ইসমাইল। সাধারণ সম্পাদক, আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম (ইছু),যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা মোঃ আব্দুস ছোবহান, মাদ্রাসা বিষয়ক সম্পাদক জাফর আহমদ, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ ইদ্রিচ।
নির্বাচন প্রধান ও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমাজসেবা অধিদপ্তর শহর সমাজ সেবা কার্যালয় -৩ আব্দুর রহমান মিন্টু, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, হামজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মোঃ বেলাল হোসেন ও পাঁচলাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকবর আলি সুমন।
নির্বাচনের সকল অনুষ্ঠানিকতা শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান মিন্টু সকল প্রার্থী ও সদস্যদের সম্মুখে নির্বাচিত কমিটিদের নাম ঘোষণা করেন। নির্বাচিত প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন চৌধুরী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব আলহাজ্ব মুফতি জালাল উদ্দিন।