শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

এড. আলিফের পরিবার পাচ্ছে এক কোটি টাকা

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

নিজস্ব প্রতিবেদক।।

ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সশস্ত্র হামলায় নিহত সাইফুল ইসলামের পরিবারকে সাধ্যমতো সাহায্য করতে এক কোটি টাকার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, “শত কোটি টাকাও শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তার নিষ্পাপ সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারবে না। তবে, আমরা এই সিদ্ধান্তে এসেছি যে, বাংলার মাটিতে নির্যাতিতদের এক প্রতীকী ইতিহাস হয়ে ওঠা এই পরিবারটির পাশে অন্তত এক কোটি টাকার উপহার নিয়ে দাঁড়াতে চাই।”

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এই অর্থ সহায়তা শহীদ সাইফুল ইসলামের ছোট মেয়ে আলিফের পড়াশোনার খরচ, ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা এবং ভবিষ্যতে তাদের সন্তানের জন্য স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে সাহায্য করবে।

প্রাথমিকভাবে, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নিজস্ব তহবিল থেকে এক লাখ টাকা উপহার দিয়ে এই উদ্যোগের সূচনা করেছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন দেশের সকল নাগরিককে তাদের সামর্থ্য অনুযায়ী এই মানবিক উদ্যোগে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এটি শুধু এক পরিবারকে সাহায্য করা নয়, বরং ভালোবাসা এবং ঐক্যের এক অমল দৃষ্টান্ত হয়ে উঠবে।”

এছাড়া, ফাউন্ডেশন জানায়, এই উদ্যোগের বাস্তবায়নের জন্য তাদের উদ্ভাবিত সম্পূর্ণ নিরাপদ প্ল্যাটফর্ম helphnhelper.com এ যোগ দিয়ে দেশের ভিতরে কিংবা বাইরে থেকে সহজেই সহায়তা প্রদান করা যাবে। এর মাধ্যমে, যেকোনো পরিমাণ উপহার প্রদান এবং তহবিলে জমা হওয়া অর্থের লাইভ আপডেটও দেখা যাবে।

শেয়ার করুন