বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বি‌শিষ্ট রাজনী‌তি‌বিদ, মোঃ আতাউর রহমান চৌং রো‌বেল

চট্টগ্রাম সহ দেশ বিদেশে অবস্থানরত ও বিশ্বের মুসলিম উম্মাহ কে প‌বিত্র  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বি‌শিষ্ট রাজ‌নী‌তি‌বিদ সমাজ‌সেবক , গ‌রিব ও অসহায় মানু‌ষের পরম বন্ধু খ্যাত চট্টগ্রাম জেলার বাঁশখালী উপ‌জেলা গন্ডামারা ইউ‌নিয়‌নের জ‌মিদার বাড়ীর সম্ভ্রান্ত মুস‌লিম প‌রিবা‌রের কৃ‌তি সন্তান, ইসলামী ব্যাংক বাংলা‌দেশ লিঃ এ‌জেন্ট ব্যাং‌কিং গন্ডামারা শাখা ও বহুল প‌রি‌চিত চট্টগ্রাম সদরঘাটস্থ কা‌লি ম‌ন্দির সংলগ্ন নিট ই‌লেকট্র‌নিক্সের স্বত্বাধিকারী ও উ‌দ্যোক্তা কর্মজীবী কো-অপা‌রে‌টিভ সোসাই‌টির লিঃ এর সহ- সভাপ‌তি  মোঃ আতাউর রহমান চৌধুরী রো‌বেল ।

মোঃ আতাউর রহমান চৌধুরী রো‌বেল বলেন, বছর ঘুরে আমাদের জীবনে আবার ফিরে এসেছে পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহ বছরে আমাদের জন্য দুটি শ্রেষ্ঠ আনন্দের দিন উপহার দিয়েছেন। এর একটি ঈদুল ফিতর, অপরটি ঈদুল আজহা। দুই ঈদেরই রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির বৈশিষ্ট্যে মণ্ডিত। এর সাথে জড়িত রয়েছে হযরত ইব্রাহিম (আ.) ও ইসমাঈল (আ.) এর মহান ত্যাগের নিদর্শন। এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি ভালবাসা এবং তার সন্তুষ্টি অর্জন।

পরপর ২ টা বছর ভিন্ন মাত্রায় ঈদ উৎযাপন কর‌তে যা‌চ্ছে এ দে‌শের মানুষ।ক‌রোনার তাবাল গ্রা‌সে বাংলা‌দে‌শের মানুষ বর্তমান অসহায়।প্র‌তি‌নিয়ত মৃত্যুর মি‌ছি‌লে যোগ হ‌চ্ছে নতুন নতুন নাম। এমন সংকটময় মুহু‌র্তে প‌বিত্র ঈদুল আযহা পালন কর‌তে যা‌চ্ছি আমরা। ঈ‌দের পর ২৩ জুলাই হ‌তে ৫ আগষ্ট পর্যন্ত যে লকডাউ‌নের ঘোষনা করে‌ছে সরকার তা‌তেই সবাই স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে যারযার অবস্থা‌নে নিরাপদ থাকার জন্য আহ্বান জানান। আমা‌দের কা‌ছে আগমন ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। এ এক অনাবিল আনন্দ। যে আনন্দের কোনো তুলনা নেই। এ আনন্দ আল্লাহর নৈকট্য লাভের আনন্দ। তি‌নি আ‌রোও ব‌লেন এই ঈদ  আনন্দ গুনাহ মাফের এবং বৈষয়িক ব্যস্ততাকে বাদ দিয়ে পরলৌকিক জগতের পাথেয় সংগ্রহ করার আনন্দ। এ আনন্দ গরিব-দুঃখীর সাথে একাত্ম হওয়ার আনন্দ।এ আনন্দ পশু কোরবানির সাথে সাথে মনের পশুকে পরাস্থ করার আনন্দ।

আরও পড়ুন  নগরীর সিইপিজেড কলসীদিঘীডে প্রিমিয়ার ব্যাংক -উপ শাখার উদ্বোধন

ঈদে ধনী-গরিব নির্বিশেষে সকল মুসলিম উম্মাহর জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক এ কামনা করে  মোঃ আতাউর রহমান চৌধুরী রো‌বেল বলেন, ‘পবিত্র এ দিনে আমি মহান আল্লাহর কাছে বিশ্বের মুসলিম উম্মাহর জন্য উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন পবিত্র এ-ই দিনে আমাদের দেশের সকল মানুষকে ও বিশ্বের মানবজাতিকে করোনা মহামারী ভাইরাস থেকে মুক্তি যেন দেন ।

শেয়ার করুন