কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এক ব্যক্তিকে গুলি করা হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিতে নিহত ওই ব্যক্তি হলেন, খুলনা সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিলেন গোলাম রাব্বানী। তিনি খুলনার দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়ার বাসিন্দা গোলাম আকবরের ছেলে।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশার চালক আব্দুস সালাম বাবু জানান, সাড়ে ৮টার দিকে সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে তাকে গুলি করা হয়। তিনি বলেন একটি আওয়াজ শুনেছি মনে করেছিলাম বিদ্যুতের কোন সমস্যা হয়েছে। পরক্ষণে দেখি মাটিতে পড়ে আছে একজন লোক। কেউ তাকে ধরতে আসিনি, অনেকে আমাকে নিষেধ করেছে তাকে না ধরতে। ধরলে আমার সমস্যা হবে, তারপরও চিন্তা করেছি মরলে মরে যাব। এই চিন্তা নিয়ে থাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গুলি করতে কাউকে দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি কাউকে দেখিনি। ওই সময় তার চিৎকার শুনে এগিয়ে যান তিনি। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত গোলাম রাব্বানীর কপালে গুলি করা হয়েছে। নিহতের কাছ থেকে দুটি মোবাইল ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান। তিনি বলেন, পুলিশের কয়েকটি টিম একযোগে কাজ করছে অপরাধীদের ধরতে।