শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

কক্সবাজার সড়কে প্রাণ গেল জীবনের

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার খুনিয়াপালংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫ জন। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ২ টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত সিএনজিযাত্রী মোহাম্মদ সাহাবউদ্দিন জীবন (৩০) কক্সবাজারের স্থানীয় পত্রিকা দৈনিক গণসংযোগে বিজ্ঞাপন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দীন।

তিনি জানান, উখিয়ামুখী সিএনজির সাথে কক্সবাজারমুখী একটি বেসরকারি প্রতিষ্ঠানের ট্রাকের সংঘর্ষ হয়, ঘটনাস্থলেই প্রাণ হারান সিএনজির এক যাত্রী।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে তিনি বলেন, ট্রাক জব্দ করা হয়েছে,নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন