চট্টগ্রামে ভয়ঙ্কর মাদক আইসসহ আলমগীর হোসেন নামে পুলিশের এক এএসআই ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টার পর চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার মেহেদী বাগ এলাকা থেকে ১৬০ গ্রাম আইসসহ পুলিশের এএসআই আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী মেহেদী হাসানকেও গ্রেফতার করা হয়।
পরে তাদের দু’জনকে চকবাজার থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আলমগীর হোসেন চট্টগ্রাম মহানগর পুলিশের জনসংযোগ শাখায় সহকারী উপপরির্দশক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন এ প্রসঙ্গে বলেন, ভয়ঙ্কর মাদক আইসসহ গ্রেফতার পুলিশ সদস্য আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।