শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বাঁশখালীতে আগুনে পুড়ে ছাই ৯টি দোকান

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদর টেক এ আগুনে পুড়ে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২৫-৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদর টেক নামক এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বলেন, আমরা প্রতিদিনের ন্যায় রাত ১০টায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়। রাত ১টার দিকে মোবাইলে ফোন আসে বলে যে, আমাদের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তারপর দৌড়ে এসে দেখলাম আমাদের দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২৫-৩০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় তারা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে হঠাৎ করে ছৈয়দের দোকানগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এবং মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মোহাম্মদ পারভেজের (মুদি দোকান), হারুন (তরকারী দোকান), রুবেল (মুদি দোকান), মিনার (কীটনাশকের দোকান), ইউনুস (বিকাশ লোড মোবাইল পার্ট), আজিজ আহমেদ (রাইচ মিল), কাশেমের ২টি দোকান পুড়ে যায়।

এ সময় স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা আগুন নিয়ন্ত্রণে আসে।

এ দিকে খানখানাবাদ ইউনিয়ন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মেম্বার শহীদুল ইসলাম সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম বাহারচড়া মোশাররফ আলী বাজার পর্যন্ত পৌঁছালে আমাদের আগুন নিয়ন্ত্রণ চলে আসছে জানালেন আমার চলে আসি। প্রাথমিকভাবে স্থানীয়রা জানিয়েছেন বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

শেয়ার করুন