শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

পেকুয়ায় আন্ত:জেলা ডাকাত দলের সর্দার সালাহউদ্দিন গ্রেপ্তার

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

কক্সবাজারের পেকুয়া থেকে আন্ত:জেলা ডাকাত দলের সর্দার ও দুর্ধর্ষ মোটরসাইকেল ছিনতাইকারীর সিন্ডিকেটের মূলহোতা সালাহ উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করছে পেকুয়া থানা পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফার নেতৃত্বে পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হুমায়ুন কবিরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত স্প্রিং এর বিশেষ ধরনের একটি লাঠি ও ছিনতাইকৃত কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সালাহউদ্দিন (৩৫) লামা উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইয়াংছা মেম্বার পাড়া এলাকার মোহাম্মদ ফজলু প্রকাশ রেনুর পুত্র।

পেকুয়া থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সালাহ উদ্দিন চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোডে ও বান্দরবান পাহাড়ি রোডে অস্ত্র টেকিয়ে ডাকাতি ও মোটকরসাইকেল ছিনতাই করে হত্যাকান্ডের মত ঘটনা সংঘটিত করে পেকুয়া থানা এলাকায় এসে আত্নগোপনে থাকে।

পুলিশ এ দুর্ধর্ষ ডাকাত দলের সর্দারকে গ্রেপ্তারে বান্দরবান জেলা ও চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পেকুয়া থানা এলাকায় তার আত্মীয় হুমায়ন কবিরের বাড়ীতে আত্নগোপন থাকার বিষয়ে নিশ্চিত হয়ে পেকুয়া থানা ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, গ্রেপ্তার সালাহউদ্দিনের বিরুদ্ধে বান্দরবান জেলার বিভিন্ন থানা সহ চট্টগ্রামের লোহাগড়া থানায় অস্ত্র,ডাকাতি, ছিনতাই সহ একাদিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন