শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চট্টগ্রামে ফুটবলে মাতলেন তামিম-মুশফিক-রিয়াদ-মিরাজ

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

নিজেদের ক্রিকেটীয় পরিচয় ভুলে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ মাতলেন ফুটবল উৎসবে। নিজেদের চিরচেনা কোন শট কিংবা দুর্দান্ত কোনো ডেলিভারি নয়, ফুটবলেই তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করলেন চট্টগ্রামে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান একাদশ আসরের চট্টগ্রাম পর্ব চলছে। এরই মাঝে দু’দিনের বিরতি পেয়েছে দুই বিপিএল ফ্র‍্যাঞ্চাইজি ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। আগামীকাল (বুধবার) এই দুই দল বিপিএলে মুখোমুখি হবে। এর আগে তাদের দেখা মিলল ফুটবল মাঠে।
এশিয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাকিফ আহমেদ সালাম এবং গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালামের আয়োজনে ৪ দলের এই প্রীতি টুর্নামেন্টে অংশ নিয়েছে এশিয়ান গ্রুপ, তামিমের পরিবার এবং বিপিএলের দুটি ফ্র‍্যাঞ্চাইজি। চট্টগ্রামের বায়েজিদে অবস্থিত এশিয়ান স্পোর্টস কমপ্লেক্সে হয়েছে এই টুর্নামেন্ট। ৪ দলের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এশিয়ান গ্রুপ।
দেশের ক্রিকেটভক্তরা মুশফিক-মাহমুদউল্লাহদের চেনেন ক্রিকেটার পরিচয়ে। যদিও ক্রিকেটের অনুশীলনে গা গরম করতে তাদের ফুটবলও খেলতে দেখা যায়। তবে এই প্রতিযোগিতায় তারা ছিলেন পুরোদস্তুর ফুটবলার। বরিশালের হয়ে তামিম ছিলেন ডাগআউটে কোচের ভূমিকায়। আর মাঠে লড়েছেন মুশফিক, রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন। অন্যদিকে মেহেদী মিরাজের দল খুলনার পক্ষে রুবেল হোসেন, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয় ও রিপন মন্ডলরা খেলেছেন। পরে ক্রিকেটারদের হাতে তোলে দেওয়া হয় ক্রেস্টও। ম্যাচ শেষে আয়োজন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের। গরুর মাংস, কালা ভোনা, ডালসহ মুখরোচক খাবারের স্বাদ নেন ক্রিকেটাররা।

শেয়ার করুন