শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

সিইপিজেড রণক্ষেত্র দফায় দফায় সংঘর্ষ

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ভেতরে কয়েকটি কারখানার শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন পোশাকশ্রমিক আহত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে রাত সাড়ে ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) আবসার উদ্দিন রুবেল।

তিনি বলেন, ‘একটি নির্মাণাধীন কারখানার মধ্যে তিনজন শিশু ঢুকেছিল। নির্মাণ শ্রমিকরা চোর ভেবে তাদের মারধর করে. দুইজন ওখান থেকে বের হলেও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারখানা ছুটি শেষে ওই সড়ক দিয়ে যাওয়া পোশাকশ্রমিকরা বিষয়টি জানতে পেরে নির্মাণ শ্রমিকদের  ওপর চড়াও হয় এবং মারধর করে।

তিনি আরো বলেন, ‘ওই সড়ক দিয়েই নৌবাহিনীর টহল গাড়ি যাচ্ছিল। নির্মাণ শ্রমিকদের তারা বাঁচাতে গেলে নৌবাহিনীর গাড়ি আটকিয়ে উত্তেজিত শ্রমিকরা ভাঙচুর করে। ঘটনাস্থলে সেনাবাহিনী-র‍্যাবও আছে। এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। কয়েকজন আহত হয়েছে।’

এ বিষয়ে জানতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহানের মুঠোফোনে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ।

পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. সুলাইমান বলেন, ‘উত্তেজিত কারখানা শ্রমিকদের সাথে সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে। সেখানে টিম পাঠিয়েছি। বিস্তারিত এখনই বলতে পারছি না।’

শেয়ার করুন