আজ মঙ্গলবার (২৭ জুলাই) বিশিষ্ট, সবাজসেবক ও শিক্ষানুরাগী বরেণ্য রাজনীতিবিদ নুরুল আবছার চৌধুরীর ২৭ তম মৃত্যু বার্ষিকী।
এই উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ী চট্টগ্রাম জেলা আনোয়ারা থানা শিলাইগড়ায়তে তাঁর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পন, খতমে কোরআন ও মিলাদ মাহফিল সহ নানান প্রকার অনুষ্টানের আয়োজন করা হয়েছে ।
মরহুম নুরুল আবছার চৌধুরী তদানীন্তন পাকিস্তান আমলে ছাত্র ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন এবং ৬২’র কুখ্যাত শিক্ষা কমিশন রিপোর্ট বাতিল আন্দোলন এবং ৬৪’র সার্বজনীন ভোটাধিকার আন্দোলনে অংশগ্রহন করেন। ৬৯’র গণঅভ্যুত্থান ও ৭১’র মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন।
তাছাড়া মরহুম নুরুল আবছার চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপদেষ্টা, কসমোপলিটন সিটি বাস্তবায়ন পরিষদের সভাপতি, ইসলামাবাদ টাউন কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির পরিচালক, আনজুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, ডায়াবেটিক সমিতি, মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যসহ বিভিন্ন সেবামূলক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন বরেণ্য এই রাজনীতিবিদ।












