বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রদত্ত কক্সবাজারের পেকুয়া আরফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি’র) কক্সবাজার জেলার সভাপতি শাহজান চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফাসহ বি এন পি’র জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা। শহীদ জিয়া উপকূলীয় কলেজ মাঠে প্রথম রাউন্ডের উদ্বোধনী খেলায় অংশ নেন রাঙ্গুনিয়া জালাল উদ্দীন ফাউন্ডেশন বনাম বাঁশখালী ছনুয়া বুলেট স্টার ক্লাব। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় প্রথমার্ধে বাঁশখালী বুলেট স্টার ক্লাবের সতীর্থ খেলোয়াড় ১০মিনিটের মাথায় প্রতিপক্ষ রাঙ্গুনিয়া জালাল উদ্দীন ফাউন্ডেশনের গোল রক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ায়। বাঁশখালী ১ গোলে এগিয়ে থেকে টান টান উত্তেজনাপূর্ণ দু’দলের খেলোয়াড়দের বল লড়াইয়ের ১৬ মিনিটের মাথায় রাঙ্গুনিয়া জালাল উদ্দীন ফাউন্ডেশনের খেলোয়াড় প্রতিপক্ষের ডি-বক্সের ভিতরে গোল কিপারকে বোকা বানিয়ে ছোট শঠ করে বল জালে পাটিয়ে খেলায় সমঝোতা ফিরিয়ে আনে। প্রথমার্ধে রেফারির শেষ বাঁশির দুই মিনিট আগে বাঁশখালী বুলেট স্টার ক্লাবের খেলোয়াড় একটি গোল করে তাঁর দলকে ২-১ গোলে এগিয়ে নিয়ে নেন। বিরতি শেষে দ্বিতীয়ার্ধে দু’দলের পাল্টাপাল্টি আক্রমনে রাঙ্গুনিয়ার সতীর্থ খেলোয়াড়রা পর পর আরও ৪টি গোল করে ৫-২ গোলের বড় ব্যবধানে বিজয়ী হয় রাঙ্গুনিয়া জালাল উদ্দীন মদিনা ফাউন্ডেশন। খেলা পরিচালনা করেন কক্সবাজার রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাশেম কুতুবী। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সমর্জয় তংছঙ্গা। ম্যান অব দ্যা ম্যাচের পুরুষ্কার তুলে দেন পেকুয়া স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক ছফয়ানুল করিম।
সন্ধ্যায় শহীদ জিয়া উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া স্পোটিং ক্লাবের ১ যুগ পূর্তি উপলক্ষে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।
