রাঙ্গুনিয়ায় জ্বালানি কাঠ ভর্তি জীপ গাড়ি উল্টে ১জন নিহত ৪জন গুরুতর আহত হয়েছে। মৃত ব্যাক্তিসহ ২জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অপর ৩ জনকে মুমুর্য অবস্থায় চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত পৌনে ১২ টায় এই সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়।
ঘটনাস্থল থেকে সরেজমিন জানাযায়, চন্দ্রঘোনা লিচু বাগান থেকে কাপ্তাই সড়ক পথে ৪টি জ্বালানী কাঠ ভর্তি চাঁদের গাড়ি জীপ একযোগে প্রতিযোগিতা মুলক চালকরা চালিয়ে যাচ্ছিল। কাটাখালী ক্রসকরে
মরিয়ম নগরস্থ বুদ্ধ মহা ধাতু চৈত্য বিহারের পাশে পৌছলে একটির সাথে আরেকটি ক্রস করতে গিয়ে চট্টগ্রাম থেকে আসা চন্দ্রঘোনা মুখী সিএনজি চট্টগ্রাম থ ২২৪৪ কে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজির পাশে রাস্তার বাহিরে পরে গেলে বিপরীত মুখী জীপগাড়িনং চট্টগ্রাম থ ১৭৫৯ চেপে ধরে দুমড়ে মুচড়ে দিলে সিএনজিটি সম্পূর্ণ রাস্তার সাথে মিশে যায়।
ঘটনাস্থল থেকে প্রত্যেক্ষদর্শীরা ১ জন যাত্রীকে নিহত অপর ৪ ব্যাক্তিকে মুমুর্য অবস্থায় উদ্ধার করে। নিহত ১জনসহ ২ জনকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকী ৩ জনকে চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়েছে।
নিহত ব্যাক্তির বাড়ি চন্দ্রঘোনা কালুগোট্টা। অপর গুরুতর আহত ব্যাক্তিদের মধ্যে একজনের বাড়ি সাতকানিয়া উপজেলার চরম্বা ইউনিয়নের লোহাগড়া গ্রামের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানাগেলেও অপর ৩ ব্যাক্তিকে চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে মুমুর্য অবস্থায় ভর্তি করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কারো নাম জানা যায়নি।
ঘটনাস্থলে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ও রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ উপস্থিত হয়ে জীপটি অক্ষত অবস্থায় এবং দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিটি পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।
তবে জীপের চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।