রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালসহ ৩ হাসপাতাল পেল ক‌রোনার এন্টিজেন টেস্টের অনুমতি

 

মুহাম্মদ ম‌হিউ‌দ্দিন, চট্টগ্রাম মহানগর।।

চট্টগ্রামে মা ও শি‌শু হাসপাতালসহ তিন হাসপাতাল পেয়েছে এন্টিজেন টেস্টের অনুমতি। অপর দুই হাসপাতাল হলো— পার্কভিউ হাসপাতাল এবং ডেলটা হেলথ কেয়ার চিটাগং।

বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. ফরিদ উদ্দিন মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়েছে।

জানা গেছে, করোনার কঠিন সময়ের শুরু থেকেই চট্টগ্রামের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল । করোনার সংক্রমণ বেড়ে গিয়ে চট্টগ্রামে যখন নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য হাহাকার চলছিল তখনও ফের এগিয়ে আসে মা ও শিশু হাসপাতালের একদল অকু‌তোভয় ক‌রোনা যোদ্ধা প‌রিচালনা প‌রিষদ।

গত বছ‌র করোনার প্রাথমিক পর্যায়ে হাসপাতা‌লের নতুন ভব‌নের একাংশে ২য়- ৩য় তলায় ৩৪ শয্যা বেড নি‌য়ে শুরু করা হয় ক‌রোনা রোগী‌দের চি‌কিৎসা সেবা। বাংলা‌দেশ সরকা‌রের তথ্য মন্ত্রী হাসান মাহমুদ এম‌পি ভার্চুয়ালী আনুষ্টা‌নিক ভা‌বে এই ‌সেবা চালু ক‌রেন এতে আরও সংযুক্ত ছি‌লেন ভূ‌মি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জা‌বেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যা‌রিস্টার মহিবুল হাসান চৌধুরী নও‌ফেলসহ সা‌বেক চ‌সিক মেয়র আ, জ, ম না‌ছির উ‌দ্দিন।
স্থাপন করা হয় ” ক‌রোনা ইউ‌নি‌টে” সেন্ট্রাল অ‌ক্সি‌জেন লাইন। পরব‌র্তি‌তে শয্যা সংখ্যা ৬০ টি উন্নতী‌ করা হয়। ক্রমাগত রোগী বৃ‌দ্ধি পাওয়া‌তে আজ পর্যায়ক্র‌মে ক‌রোনা ওয়ার্ড‌কে ১৭২ শয্যা রুপান্ত‌রিত করা হয়।

এর সঙ্গে এবার হাসপাতালটি পেল করোনার এন্টিজেন পরীক্ষার অনুমতি। এটিকে মা ও শিশু হাসপাতা‌লের প‌রিচালনা প‌রিষ‌দের ঐকা‌ন্তিক প্রচেষ্টায় করোনা রোগীর সেবায় আন্তরিকতা ও দক্ষতার মূল্যায়ন হিসেবেই দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসির তথ্যমতে, এন্টিজেন টেস্ট মূলত শ্বাসযন্ত্রের সংক্রমণের ক্ষেত্রে, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং শ্বাসযন্ত্রের অন্যান্য ভাইরাস শনাক্তের জন্য ব্যবহার করা হয়। এই টেস্টের মাধ্যমে বিশেষ ভাইরাল অ্যান্টিজেনের উপস্থিতি শনাক্ত করা হয়, যা আসলে ওই ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

আরও পড়ুন  বিলুপ্ত হচ্ছে পৌরসভা!

এই বিষ‌য়ে মা ও শিশু হাসপাতা‌লের প‌রিচালনা প‌রিষ‌দের দাতা সদস‌্য ও ক‌রোনা ম‌্যা‌নেজ‌মেন্ট সে‌লের ভাইস প্রেসি‌ডেন্ট ই‌ঞ্জিঃ মোঃ জা‌বেদ আবছার চৌধুরী ব‌লেন ক‌রোনার শুরু দি‌কে নগরবাসীর কা‌ছে দাহকা‌লে এক পশলা বৃ‌ষ্টি গল্প শু‌নি‌য়ে‌ছে মা ও শিশু হাসপাতাল। চি‌কিৎসা ক্ষে‌ত্রে আশাহ‌তের মানু‌ষের বিপরী‌তে আশার মশাল জ্বা‌লি‌য়ে‌ আস্থার শেক‌ড়ে পৌঁ‌ছে‌ছে এই হাসপাতাল‌টি। জনগ‌নের অ‌র্থে প‌রিচা‌লিত মান‌বিক হাসপাতালে মানু‌ষের কল‌্যা‌ণে কাজ ক‌রে যা‌চ্ছি।

ভা‌লো কা‌জের স্বীকৃ‌তি সরুপ  মা ও শিশু হাসপাতাল‌‌কে ক‌রোনা পরীক্ষার জন‌্য পূ‌র্বে আর‌টি পি‌সি আর টেস্ট এবার এন্টিজেন টেস্ট পরীক্ষার অনু‌মোদন দি‌য়ে‌ছে সরকার। ক‌রোনা টেস্ট কর‌তে যে  তিন‌টি পরীক্ষার দরকার বি‌শেষ ক‌রে ‌এ‌ন্টিব‌ডি, আর‌টি পি‌সি আর ও এ‌ন্টি‌জেন টেস্ট তার সবক‌টি বিদ‌্যামান র‌য়ে‌ছে এই হাসপাতা‌লে। এ‌ন্টি‌জেন টে‌স্টের কার্যক্রম পু‌রোধমে চালু হ‌লেই সবাই এই পরীক্ষা কর‌তে পার‌বেন বলে তি‌নি নি‌শ্চিত ক‌রেন।

শেয়ার করুন