রবিবার, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

মুহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর

চট্টগ্রামের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় মো. সোহাগ (১৩) নামে এক পথশিশু নিহত হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে এমপিবি গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ভোলার মো. নুর আলমের ছেলে। সে প্লাস্টিক ও বোতল সংগ্রহের কাজ করত। রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়।

বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, চালক ও কাভার্ডভ্যান হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন